• ঢাকা
  • বুধবার, ০৭ Jun ২০২৩, ০৬:১৪ পূর্বাহ্ন

এফডিসিতে নায়ক ফারুকের জানাজা সম্পন্ন


প্রকাশের সময় : মে ১৬, ২০২৩, ২:৫৭ PM / ২৯
এফডিসিতে নায়ক ফারুকের জানাজা সম্পন্ন

বিনোদন ডেস্ক : বাংলা চলচ্চিত্রের অভিনেতা, বীর মুক্তিযোদ্ধা ও ঢাকা-১৭ সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুকের মরদেহ আসার পর এফডিসিতে নেমে আসে শোকের ছায়া। শেষ শ্রদ্ধা জানাতে আজ মঙ্গলবার দুপুর ১ টায় ফারুকের মরদেহ এফডিসিতে নিয়ে যাওয়া হয়।

ফারুককে শেষ বারের মত শ্রদ্ধা জানাতে এফডিসিতে এসেছিলেন তার সহকর্মী সহ নবীন প্রবীণ চলচ্চিত্রকর্মীরা। শ্রদ্ধা জানাতে এসেছিলেন আলমগীর, সুজাতা, রোজিনা।

এছাড়া চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি কাজী হায়াত, পরিচালক সমিতির মহাসচিব শাহীন সুমন, চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন সাধারণ সম্পাদক নিপুণ আক্তার তাকে শেষ শ্রদ্ধা জ্ঞাপন করেন।

সবার শ্রদ্ধা জানানো শেষে তার জানাজা শুরু হয় দুপুর ১টা ৫৩ মিনিটের দিকে। জানাজায় তার দীর্ঘদিনের সহকর্মীরা ছাড়াও অসংখ্য ভক্ত-অনুরাগীরা অংশ নেন।