• ঢাকা
  • মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৫২ অপরাহ্ন

আগুনের পরশমণি


প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৮, ২০২৩, ১২:৩৮ AM / ১০০
আগুনের পরশমণি

মহীতোষ গায়েন

______________________________________________

আলোয় আলোকিত পথ হোক সুচারু…
মুক্ত বায়ু প্রসারিত হোক দিগন্তে চরাচরে,
নবীন প্রবীণের বলে হোক শক্তিবদ্ধ মুষ্ঠি
গ্রাম,শহরে জনজীবনে সুস্বাস্থ্য আসুক।

এসো আমরা মুক্তি পথের দিশা দেখাই
পথে আসুক নির্ভয়তা,ঐক্যের জোয়ার,
আগুনের পরশমণি ছোঁয়াও গণতন্ত্রে,এসো
শিক্ষায় নৈরাজ্য,বেসরকারিকরণে সোচ্চার হই।

এসো বলি “আলো চাই,চাই মুক্ত বায়ু,চাই বল,
চাই স্বাস্থ্য,আনন্দ,উজ্জ্বল পরমায়ু;” এসো;
মুক্তিপথের দূত হয়ে ঐক্য,জীবন জীবিকায়
আনি স্বস্তি,শান্তি,নিই নবজীবনের অঙ্গীকার।