• ঢাকা
  • রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ০২:২৭ অপরাহ্ন

বিজয়ের মাসের গান


প্রকাশের সময় : ডিসেম্বর ১৮, ২০২৫, ১১:১০ PM / ১২২
বিজয়ের মাসের গান

মহীতোষ গায়েন
_______________________________

এখন ধোঁয়া ওঠা কফির কাপে চুমুক দিই না
সেও বুঝে গেছে বিস্বাদ ফেরাতে হবে চরাচরে,
এখন নদীতে চোরাস্রোত বইছে,হাওয়া পাল্টে
যায়,ছন্নছাড়া পাখিরা মিষ্টি সুরে ডাকতে থাকে।

এখন পৌষমাস,রোদ মাখা সেই দিন অবশ্যই ফিরবে,ফিরলে একসাথে মৌতাত নেব অম্লান,
লাউ গাছের ডগায় ফুল ফুটেছে,ফল আসবে,
পাকা ধানের গানও শুনবো চরাচর উপত্যকায়।

পার্বণের সাজসজ্জা তুলে দিয়ে কোন্ অমানিশায়
হারিয়ে গেল সব,দিন রাত্রি দিন খুঁজেই চলেছি…
জীবনের বারোমাস্যায় পিঠে পুলির আস্বাদন-
একা চলতে আর ভয় পাই না,ঈশ্বর তা জেনেছেন।

এখন আকাশ দেখলেই বুঝতে পারি ঝড়
উঠবে না বৃষ্টি হবে, না গুম মেরে থাকবে,
এখন চেনা অচেনা কথা শুনলেই বুঝতে পারি
মান,অভিমান ,হতাশা,আশ্রয়, না তীব্র বিদ্বেষ।

পৌষের মাস,চোট লাগলে ওষুধেও সারতে
দেরি হয় কিন্তু মরমে চোট লাগলে সারবে না,
এখন বিজয়ের মাস,এসো বিজয়ের গান করি,
বড় দিন আসছে,বিজয় আস্বাদনে এসো দীপ্ত হই।