• ঢাকা
  • মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ০৮:০৮ অপরাহ্ন

না.গঞ্জের বিদায়ী ডিসি’কে সুলতান আহমদ মেমোরিয়াল ফাউন্ডেশনের সংবর্ধনা


প্রকাশের সময় : নভেম্বর ১৬, ২০২৫, ৫:৪২ PM / ১৩৯
না.গঞ্জের বিদায়ী ডিসি’কে সুলতান আহমদ মেমোরিয়াল ফাউন্ডেশনের সংবর্ধনা

সোনিয়া দেওয়ান প্রীতি : সুলতান আহমদ মেমোরিয়াল ফাউন্ডেশনের পক্ষ থেকে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা’কে বিদায়ী সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন সংগঠনটির চেয়ারম্যান রোটারিয়ান ফেরদৌসি আক্তার রেহানা।

১৬ নভেম্বর (রোববার) সকালে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে উপস্থিত হয়ে বিদায় উপলক্ষে তাকে শুভেচ্ছা জানান সংগঠনটির নেতৃবৃন্দ।

এসময় ফেরদৌসি আক্তার রেহানা ছাড়াও আরও উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সদস্য নারায়ণগঞ্জের অন্যতম সাহিত্য- সাংস্কৃতিক কর্মী জহিরুল ইসলাম মিন্টু এবং সুলতান আহমদ মেমোরিয়াল ফাউন্ডেশনের সদস্য ও এবি পাটির সদস্য মাহেলা বেগম।

উল্লেখ্য, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞাকে বদলি করে চট্টগ্রামের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে পদায়ন করা হয়েছে।

অপরদিকে রাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগের উপসচিব মো. রায়হান কবিরকে নারায়ণগঞ্জের নতুন জেলা প্রশাসক হিসেবে পদায়ন করা হয়েছে।