• ঢাকা
  • সোমবার, ২০ মে ২০২৪, ১২:৫৬ অপরাহ্ন

ডাকসু নির্বাচনের প্রক্রিয়া শুরু হচ্ছে : ঢাবি ভিসি


প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৪, ২০১৮, ১১:১৪ PM / ৭২
ডাকসু নির্বাচনের প্রক্রিয়া শুরু হচ্ছে : ঢাবি ভিসি

ঢাকারনিউজ২৪.কম, ঢাকা : ডাকসু নির্বাচনের প্রস্তুতি নেয়া হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোহাম্মদ আখতারুজ্জামান। এ বিষয়ে মতামত নেয়ার জন্য বিভিন্ন ছাত্র সংগঠনকে ডাকা হয়েছে বলেও জানান তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয় ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ‘গ’ ইউনিটের অধীনে ব্যবসায় শিক্ষা অনুষদের ভর্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন।

শুক্রবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ রাজধানীর মোট ৫৪টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। বেলা ১১টা পর্যন্ত চলে পরীক্ষা। এ বছর ‘গ’ ইউনিটে ১ হাজার ২৫০টি আসনের বিপরীতে আবেদন করেন ২৬ হাজার ৯৬০ জন শিক্ষার্থী। যেখানে প্রতি আসনের বিপরীতে লড়েছেন ২১ জন। পরীক্ষাকেন্দ্র পরিদর্শন শেষে উপাচার্য সাংবাদিকদের বলেন, দ্রুত ডাকসু নির্বাচনের প্রক্রিয়া শুরু হবে।

(ঢাকারনিউজ২৪.কম/কেএস/১১:১৪পিএম/১৪/৯/২০১৮ইং)