• ঢাকা
  • বুধবার, ২২ মে ২০২৪, ০৫:৫৪ পূর্বাহ্ন

কুড়িগ্রামে মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ


প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২৯, ২০২৪, ১২:২০ AM / ৮৬
কুড়িগ্রামে মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ

কুড়িগ্রাম প্রতিনিধি: ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৩-২৪ এর আওতায় কুড়িগ্রাম জেলার বিভিন্ন বিদ্যালয়ের অনূর্ধ্ব-১৫ বছরের খেলোয়াড়দের নিয়ে অনুষ্ঠিত হল মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়াধীন ক্রীড়া পরিদপ্তরের সার্বিক সহযোগিতায় কুড়িগ্রাম জেলা ক্রীড়া অফিস এর আয়োজনে প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানটি গতকাল বিকালে জেলা ক্রীড়া সংস্থার হলরুমে অনুষ্ঠিত হয়।
কুড়িগ্রাম জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো.বরমান হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সনদ বিতরণ করেন।
এ সময় আরো সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া কর্মকর্তা আকরাম হোসাইন। বক্তব্য রাখেন ,জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ও বিশিষ্ট সাংবাদিক অ্যাডভোকেট আহসান হাবীব নীলু,কুড়িগ্রাম প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মাহফুজার রহমান খন্দকার,জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ আব্দুল মতিন, অ্যাথলেটিক্স প্রশিক্ষক সোহেল রানা বাবু ও সফিকুল ইসলাম প্রমুখ। পরে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।