• ঢাকা
  • সোমবার, ১৭ Jun ২০২৪, ০৩:৩৫ অপরাহ্ন

কারাভোগ শেষে দেশে ফিরছেন ৫৭ বাংলাদেশি


প্রকাশের সময় : এপ্রিল ২৩, ২০১৭, ৮:৫২ AM / ১০৯
কারাভোগ শেষে দেশে ফিরছেন ৫৭ বাংলাদেশি

ঢাকারনিউজ২৪.কম:

সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবির কারাগারে সাজা খেটে দেশে ফিরছেন ৫৭ বাংলাদেশি। মুক্তি পাওয়া শেখ মঞ্জুর আহম্মদ নামে এক বাংলাদেশি এ তথ্য নিশ্চিত করেছেন।

Amiraতিনি বলেন, দীর্ঘদিন কারাভোগ শেষে রোববার (২৩ এপ্রিল) আবুধাবি থেকে বাহরাইন হয়ে গালফ এয়ার জিএফ ৫৪৩ এর একটি ফ্লাইটে বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫টায় শাহজালাল বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে। তারা কারাভোগ শেষে এক কাপড়েই দেশে ফিরছেন।

 

  (ঢাকারনিউজ২৪.কম/এনএম ০৮.৫১এএম/২৩//২০১৭ইং)