• ঢাকা
  • মঙ্গলবার, ২১ মে ২০২৪, ১১:৫৯ অপরাহ্ন

মাত্র ২০ হাজারে বিয়ে এক সাধারণ বিয়ের গল্প …


প্রকাশের সময় : ডিসেম্বর ২৬, ২০১৮, ৯:৩২ PM / ৩৬
মাত্র ২০ হাজারে বিয়ে এক সাধারণ বিয়ের গল্প  …

ঢাকারনিউজ২৪.কম, ডেস্ক : বর্তমান যুগে বিয়ে মানেই বিশাল খরচ। বরপক্ষ-কনেপক্ষ উভয়কেই এই খরচের বোঝা বহন করতে হয়। বিয়ে হয় দুটি মানুষের মধ্যে। অথচ সে জন্য কত যে অনুষ্ঠান, কত যে আচার। বাগদান বা পানচিনি, গায়েহলুদ, বিয়ে, বউভাত। হালে আবার সংযোজন হয়েছে সংগীত। কিন্তু সম্প্রতি পাকিস্তানের এক ব্যক্তির মিষ্টি সাধারণ বিয়ে সবার মন জয় করে নিয়েছে।

রিজওয়ান পেহেলওয়ান মাইক্রো ব্লগিং ওয়েবসাইট টুইটারে নিজের সাধারণভাবে খুবই কম খরচে বিয়ের অভিজ্ঞতা শেয়ার করেছেন। পরবর্তীতে ওই টুইটটি ভাইরাল হয়ে পড়ে। এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

রিজওয়ান টুইটে জানান, কীভাবে তিনি পাকিস্তানি মুদ্রায় মাত্র ২০ হাজার রুপি বাজেট করে বিয়ের অনুষ্ঠান সম্পন্ন করবেন। অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় যা মাত্র ১২ হাজার টাকার মতো আসে। তিনি লিখেছেন, ‘বড় হোক বা ছোট, বিয়েটা আনন্দের সঙ্গে হওয়াটাই বেশি জরুরি।’

রিজওয়ান লিখেছেন, ‘আমার অতিথি তালিকায় বাবা, মা ও বন্ধুদের মিলিয়ে ২৫ জনের নাম রয়েছে। আর খাবারের তালিকায় থাকবে চিকেন টিক্কা, শিক কাবাব, লুচি, ছোলা রান্না, স্ট্রবেরি ও আইসক্রিম। আর এই খাবারগুলো পরিবেশনের জন্য একটি টেবিল কেনা হবে।’

বিয়ের অনুষ্ঠান কোথায় হবে সে সম্পর্কে রিজওয়ান লিখেছেন, ‘বিয়ের অনুষ্ঠান হবে বাড়ির ছাদে। প্রতিবেশীর কাছ থেকে ২৫টি চেয়ার তিনি বিয়ের অতিথিদের বসার জন্য সংগ্রহ করবেন।’

রিজওয়ানের টুইটারের শেষের দিকে প্রমাণ হিসেবে বিয়ের আয়োজনের একটি ছবি পোস্ট করেছেন। তার আগে বিয়ের পোশাক সম্পর্কে তিনি জানান, তার এবং তার স্ত্রীর বিয়ের পোশাক উপহার হিসেবে মা ও বোন দিয়েছেন।

টুইটটি পোস্ট হওয়ার পরই ভাইরাল হয়ে পড়েছে। অনেকেই তার দর্শনের সঙ্গে একমত হয়ে তাকে অভিনন্দন জানিয়েছেন।

(ঢাকারনিউজ২৪.কম/আরএম/৯:৩২পিএম/২৬/১২/২০১৮ইং)