• ঢাকা
  • শনিবার, ০১ Jun ২০২৪, ০৬:২৯ পূর্বাহ্ন

বাগেরহাট জেলা আমিরসহ জামায়াতের ৫ নেতাকর্মী আটক


প্রকাশের সময় : ডিসেম্বর ৮, ২০১৮, ১১:৫১ AM / ২২৭
বাগেরহাট জেলা আমিরসহ জামায়াতের ৫ নেতাকর্মী আটক

ঢাকারনিউজ২৪.কম, বাগেরহাট : বাগেরহাটে জেলা জামায়াতের আমির মাওলানা রেজাউল করিমসহ ৫ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

আজ শনিবার ভোর রাতে বাগেরহাট সদর উপজেলার তাদের বসতবাড়ি থেকে আটক করা হয় বলে জানানো হয়েছে।

এদিকে আটককৃতদের নামে দায়েরকৃত মামলায় জামিন রয়েছে বলে তাদের পরিবার উল্লেখ করেন। অপর আটককৃতরা হলেন- সদর উপজেলা জামায়াত নেতা মাওলানা ইমাদ উদ্দিন, মাদ্রাসা শিক্ষক মাওলানা আজিজুর রহমান ও অপর দুইজন কারেন্টের মিস্ত্রি বলে জানা গেছে।
তবে এ ব্যাপারে বাগেরহাট গোয়েন্দা পুলিশের পরিদর্শক মোঃ হুমায়ুন কবির জানান, কয়েক জনকে আটক করা হয়েছে। তবে তাদের নাম পরিচয় পরে জানাতে পারবেন বলে উল্লেখ করেন তিনি।
(ঢাকারনিউজ২৪.কম/আরএম/১১:৫২এএম/৮/১২/২০১৮ইং)