• ঢাকা
  • মঙ্গলবার, ২১ মে ২০২৪, ০৭:০৫ পূর্বাহ্ন

শিবগঞ্জে পদ্মায় অবৈধ বালু উত্তলনের দায়ে ৩জনের জেল


প্রকাশের সময় : জানুয়ারী ৩০, ২০২৪, ১১:০০ PM / ১৫২
শিবগঞ্জে পদ্মায় অবৈধ বালু উত্তলনের দায়ে ৩জনের জেল

মোঃ আমিনুল হক, আঞ্চলিক প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পদ্মা নদীতে অবৈধভাবে বালি উত্তোলনের অপরাধে তিনজনকে বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুরে তাদেরকে দুই মাস করে বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়। দন্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার ছত্রাজিতপুর-জাহাঙ্গীরপাড়া গ্রামের মকবুল হোসেনের ছেলে হানিফ আলী (৩০), নামোসুন্দরপুর গ্রামের ইসরাইল আলীর ছেলে উদুল আলী (৩৫) ও চন্ডিপুর গ্রামের সারিজুল ইসলামের ছেলে একরামুল হক (৩৪)। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের হোসেন। তিনি জানান, দুপুর ১টার দিকে উপজেলার সাত্তার মোড় ৪ ও ৫ নং বেঁড়িবাঁধসহ বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। এ সময় পদ্মা নদী থেকে অবৈধভাবে বালি উত্তোলনের অপরাধে তিনজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করে তাদের দুই মাস করে বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়। তিনি আরও জানান, রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় জনস্বার্থে এমন অভিযান অব্যহত থাকবে।