• ঢাকা
  • সোমবার, ২০ মে ২০২৪, ০৯:৫২ অপরাহ্ন

রূপগঞ্জে ২ তুলার কারখানায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন


প্রকাশের সময় : ডিসেম্বর ২৯, ২০২২, ১১:২১ PM / ১১৪
রূপগঞ্জে ২ তুলার কারখানায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

লিখন রাজ, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি : নারায়ণগঞ্জের রূপগঞ্জে দুটি তুলার কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (২৯-ডিসেম্বর) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট কামরুল হাসান মারুফের নেতৃত্বে উপজেলার তারাবো পৌরসভার রূপশী এলাকায় মৌমিতা কটন মিলস ও তামিম টেক্সটাইল নামের কারখানা দুটির অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

এসময় একও দেড় ইঞ্চি প্রায় তিনশ ফুট নিম্নমানের পাইপ, ছয়টি বয়লারের পাঁচটি ষ্টার বার্নার জব্দ করা হয়।

এসময় আরো উপস্থিত ছিলেন, উপ-ব্যবস্থাপ প্রকৌ: রিফাত আব্দুল্লাহ্, উপ-সহকারী প্রকৌ: সোহেল রানা, উপ-সহকারী প্রকৌ: সাকিব হাসান, ফাইজুল ইসলাম, সাইফুল ইসলাম, প্রমুখ।