• ঢাকা
  • রবিবার, ০৫ মে ২০২৪, ১১:১৬ পূর্বাহ্ন


প্রকাশের সময় : সেপ্টেম্বর ৭, ২০১৮, ১০:৫১ PM / ৬৭

গ্রেফতার নেতাকর্মীদের অপরাধের ভিডিওচিত্র আছে : স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকারনিউজ২৪.কম, ঢাকা : সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া কাউকে গ্রেফতার করা হচ্ছে না জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, এসব অভিযোগের প্রমাণ হিসেবে ভিডিও ফুটেজ রয়েছে।

৭ সেপ্টেম্বর, শুক্রবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের অঙ্গ সংগঠন বাংলাদেশ ছাত্র যুব ঐক্য পরিষদের ত্রিবার্ষিক সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।

আসাদুজ্জামান খাঁন বলেন, ‘আমরা কাউকে বিনা অপরাধে গ্রেফতার করি না। গ্রেফতার যারা হচ্ছেন, তাদের বিরুদ্ধে যেসব অভিযোগ, তার সবগুলোর প্রমাণ আমাদের কাছে আছে। তারা যদি কোনোটি নিয়ে চ্যালেঞ্জ করেন, তাহলে আমরা পরিষ্কার করে বলতে পারব, কী অভিযোগে তাকে ধরা হয়েছে। তিনি কী করেছিলেন। কেন তাকে ধরা হয়েছে, তার ভিডিও ফুটেজ রয়েছে।’

‘আমাদের প্রচুর সাক্ষ্য-প্রমাণ রয়েছে। আমরা যাদের ধরছি, তারা নানান অভিযোগে অভিযুক্ত। আমরা কোনো নিরীহ লোককে ধরছি না।’

চাঁদাবাজির এক মামলায় বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরীর গ্রেফতারের প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিষয়টি নিয়ে পুলিশের তদন্ত হচ্ছে। তদন্ত শেষ হওয়ার আগে আমার দ্বারা কিছু বলা সম্ভব নয়। তদন্তের পরেই আমি বলব, কী হয়েছিল, কেন হয়েছিল।’

আগামী জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যালঘু সম্প্রদায়ের নেতাদের মিথ্যাচার ও গুজবে বিশ্বাস না করার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, ‘আমরাও ভুল করতে পারি, আমরা অনিচ্ছাকৃত অনেক কিছু করতে পারি। আপনারা যদি ভুল ধরিয়ে দেন, অবশ্যই আমরা সংশোধিত হব। সেখানে আমাদের কোনো রাখঢাক নাই।’

ক্ষমতাসীন আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা নীতির প্রশ্নে সংসদ সদস্যদেরও ছাড় দেন না। দলের কেউ কোনো অন্যায় করলে সে জন্য তাকে শাস্তি পেতে হবে।’

‘সেখানে আমাদের কোনো কম্প্রোমাইজ নাই। প্রধানমন্ত্রীর নেতৃত্বে এগিয়ে চলছে বাংলাদেশ, আর পথ হারাবে না কোনোদিন।’
(শীর্ষ নিউজ)

(ঢাকারনিউজ২৪.কম/আরএম/১০:৪৮পিএম/৭/৯/২০১৮ইং)