মহসিন রেজা মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ গজারিয়া উপজেলায় নৌ ডাকাত রাসেল গ্রেপ্তার করেছে গজারিয়া থানা পুলিশ এলাকাবাসী সূত্রে ও পুলিশ সূত্রে জানা যায় তার বিরুদ্ধে দাউদকান্দি গজারিয়া মতলব তিতাস সোনারগাঁ প্রায় ১৪টি ডাকাতি মামলা রয়েছে গজারিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ রইছ উদ্দিন এর নেতৃত্বে এসআইউত্তম কুমার বিশ্বাস ও এসআই তানভীর শেখ সহ সঙ্গীয় অফিসার ফোর্স নিয়ে থানা এলাকায় অভিযান চালিয়ে তার নিজ বাড়ি গুয়াগাছিয়া পুরানচর চাষী গ্রাম তার চাচার ঘর হইতে গ্রেপ্তার করেন পরিচালনা করে সড়ক ও নৌ-পথের আঞ্চলিক ডাকাত মোঃ রাসেল (৩০)কে গ্রেফতার করেন। তাহার বিরুদ্ধে গজারিয়া থানায় ০২ টি জিআর ওয়ারেন্ট সহ কুমিল্লা, দাউদকান্দি ও তিতাস থানায় মোট ১৪ (চৌদ্দ) টি মামলা আছে।
(ঢাকারনিউজ২৪.কম/কেএস/১০:৪৭পিএম/১৭.১.২০২১ইং)