কুড়িগ্রাম প্রতিনিধি : ‘মাছ উৎপাদন বৃদ্ধি করি, সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে কুড়িগ্রাম জেলা মৎস বিভাগ জাতীয় মৎস সপ্তাহ উদযাপন উপলক্ষে মাছের পোনা অবমুক্তি করেছে। মঙ্গলবার দুপুর ১২টায় জেলা প্রশাসন পুকুরে অবমুক্তিরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য পনির উদ্দিন আহমেদ, জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম, কুড়িগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান মো: জাফর আলী, জেলা মৎস অফিসার কালিপদ রায়, সদর উপজেলা চেয়ারম্যান আমান উদ্দিন আহমেদ মঞ্জু, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আহসান হাবীব নীলু প্রমুখ।
এসময় পুকুরে ৫০ কেজি রুই, কাতলা ও মৃগেল মাছের পোনা অবমুক্তিকরণ করা হয়।
(ঢাকারনিউজ২৪.কম/কেএস/১০:০৮পিএম/২১/৭/২০২০ইং)