ধর্মঘট তুলে নিয়েছেন সিএনজি ফিলিং স্টেশন মালিকরা। রোববার থেকে তিন দফা দাবিতে এই ধর্মঘট হওয়ার কথা ছিল। সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদেরের আশ্বাসে তারা এই সিদ্ধান্ত নিয়েছে।
আজ শনিবার রাজধানীর বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটতে (বিআরটিএ) সড়ক, পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সাথে বৈঠকের পর এ সিদ্ধান্তের কথা জানান সিএনজি ফিলিং স্টেশনস অ্যান্ড কনভারসন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মাসুদ খান।
এর আগে বুধবার সিএনজি ফিলিং স্টেশনস অ্যান্ড কনভারসন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশনের রাজধানীর কাকরাইলের কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিন দফা দাবিতে ৩০ অক্টোবর থেকে লাগাতার ধর্মঘটের হুমকি দেন সিএনজি ফিলিং স্টেশন মালিকরা।
সিএনজি অ্যাসোসিয়েশনের তিন দাবি হলো- সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের ইজারা মাশুল অস্বাভাবিক বৃদ্ধির সিদ্ধান্ত বাতিল, গ্যাসের মূল্যবৃদ্ধির প্রস্তাব প্রত্যাহার এবং জ্বালানি মন্ত্রণালয়ের সুপারিশ দ্রুত বাস্তবায়ন।