রাজধানীর পল্লবীতে মানিক নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার ভোর সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশের ভাষ্যমতে, মানিক তাদের সোর্স হিসেবে কাজ করতেন।
রক্তাক্ত অবস্থায় মানিককে (৪৫) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান পল্লবী থানার এসআই বিল্লাল হোসেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি সকাল ৬টার দিকে মারা যান।
এসআই বিল্লাল হোসেন বলেন, মানিক পুলিশের সোর্স হিসেবে কাজ করতেন। মানিকের লাশ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রয়েছে।