রাজধানীতে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ রোববার ভোর সাড়ে ৪টার দিকে মিরপুরে পল্লবী থানাধীন কালশী এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, নিহত ব্যক্তির নাম মানিক মিয়া (৪০)। তাঁর বাড়ি নওগাঁ। বাবার নাম কিতাব আলী। তিনি পুলিশের সোর্স ছিলেন বলে দাবি তাঁদের।
পল্লবী থানার উপপরিদর্শক (এসআই) বিল্লাল হোসেন সাংবাদিকদের জানান, রক্তাক্ত অবস্থায় মানিককে (৪৫) তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান । সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি সকাল ছয়টার দিকে মারা যান। এসআই বিল্লাল হোসেনের ভাষ্য, মানিক পুলিশের সোর্স হিসেবে কাজ করতেন।
এ বিষয়ে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ভোর সাড়ে ৪টার দিকে মানিক মিয়াকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যায় এলাকাবাসী। পরে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।