• ঢাকা
  • শনিবার, ০৪ মে ২০২৪, ০৫:১৯ অপরাহ্ন

৮ মার্চ এনবিআরের প্রাক-বাজেট আলোচনা শুরু


প্রকাশের সময় : মার্চ ৪, ২০১৭, ৯:৩৬ PM / ৩৯
৮ মার্চ এনবিআরের প্রাক-বাজেট আলোচনা শুরু

ঢাকারনিউজ২৪.কম, ঢাকা : ২০১৭-১৮ অর্থ বছরের বাজেট প্রণয়নে আগামী ৮ মার্চ থেকে প্রাক-বাজেট আলোচনা শুরু করতে যাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো: নজিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
এনবিআর চেয়ারম্যান বলেন, অর্থমন্ত্রী গত ২৬ ফেব্রুয়ারি থেকে বিশিষ্টজনসহ ব্যবসায়ী সংগঠনের সঙ্গে প্রাক-বাজেট আলোচনা শুরু করেছেন। আর এনবিআর ৮ মার্চ থেকে প্রাক-বাজেট আলোচনা শুরু করবে। এসব আলোচনায় নতুন ভ্যাট আইন ও আগামী বাজেটের খুঁটিনাটি বিষয় নিয়ে ব্যবসায়ীরা তাদের মতামত তুলে ধরতে পারবেন।
২৩ এপ্রিল ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সঙ্গে সভা করবে এনবিআর।
এনবিআর সূত্রে আরো জানা যায়, ৮ মার্চ মেট্রোপলিটন চেম্বারসহ ব্যবসায়ীদের কয়েকটি বড় চেম্বারের সঙ্গে আলোচনা করবে এনবিআর। ওই সভায় মেট্রোপলিটন চেম্বার, ঢাকা চেম্বার ও বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।
এরপর ১৪ মার্চ রপ্তানি প্রক্রিয়াকরণ সংস্থা, অর্থাৎ বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা), বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা), বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা), বিল্ডসহ কয়েকটি সংস্থার সঙ্গে বৈঠক হবে।
২৩ মার্চ হোটেল, রেস্টুরেন্ট, গেস্ট হাউজ, কাগজ, মুদ্রণ, প্রকাশনা, চলচ্চিত্র ও বিজ্ঞাপন এবং ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারসহ সেবাখাত; ৩০ মার্চ ব্যাংক, বীমা, স্টক এক্সচেঞ্জ ও এসএমই ফাউন্ডেশনসহ সেবা খাত; ৩ এপ্রিল অর্থনীতিবিদ ও পেশাজীবী; ৪ এপ্রিল নির্মাণ, অন্যান্য শিল্প ও ব্যবসা খাত এবং রিহ্যাব এবং ৫ এপ্রিল ইকোনমিক রিপোর্টার্স ফোরামসহ গণমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে প্রাক-বাজেট আলোচনা করবে এনবিআর।
৬ এপ্রিল তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএসহ বন্ড সুবিধাপ্রাপ্ত রপ্তানিখাত, ১০ এপ্রিল ফরেন ইনভেস্টরস চেম্বার (ফিকি), বাংলাদেশ-ইন্ডিয়া চেম্বার, উইমেন চেম্বারসহ প্রধান প্রধান চেম্বার; ১১ এপ্রিল ইলেক্ট্রিক্যাল, ইলেক্ট্রোনিক্স ও পরিবহন খাত; ১৩ এপ্রিল বিভিন্ন বিভাগের প্রধান প্রধান চেম্বার; ১৭ এপ্রিল বৃহৎ করদাতা প্রতিষ্ঠান; ১৮ এপ্রিল কৃষি ও রাসায়নিক খাত; ১৯ এপ্রিল সিএন্ডএফ এজেন্ট, শিপিং, ট্যাক্স ল’ইয়ার্স অ্যাসোসিয়েশন, হিসাববিদদের দুইটি সংগঠন আইসিএমএবি, আইসিএবিসহ সহায়ক পেশার প্রতিনিধিদের সঙ্গে বাজেট নিয়ে আলোচনা করা হবে। ২০ এপ্রিল খুলনায় খুলনা চেম্বার; ২৬ এপ্রিল রাজশাহীতে স্থানীয় ব্যবসায়ী নেতা ও প্রশাসনের কর্মকর্তা, ২৭ এপ্রিল রংপুরে স্থানীয় চেম্বার ও প্রশাসনের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা হবে। একই দিনে বরিশাল বিভাগেও একই ধরনের আলোচনা এবং ৪ মে সিলেট চেম্বার ছাড়াও বিভাগীয় কমিশনার ও ডিসিদের সঙ্গে আলোচনা অনুষ্ঠানের কথা রয়েছে।
(ঢাকারনিউজ২৪.কম/আরএম/৯:৩৫পিএম/৪/৩/২০১৭ইং)