• ঢাকা
  • সোমবার, ০৬ মে ২০২৪, ০৪:২০ পূর্বাহ্ন

৭ মে পর্যন্ত কোটা সংস্কার আন্দোলন স্থগিত


প্রকাশের সময় : এপ্রিল ৯, ২০১৮, ১০:২৮ PM / ৮৫
৭ মে পর্যন্ত কোটা সংস্কার আন্দোলন স্থগিত

ঢাকারনিউজ২৪.কম, ঢাকা : চাকরিতে বর্তমান কোটা পদ্ধতি পরীক্ষা-নিরীক্ষায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্বাসে চলমান কোটা সংস্কার আন্দোলন আগামী ৭ মে পর্যন্ত স্থগিত রাখার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থী ও চাকরি প্রার্থীরা। সোমবার সচিবালয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রতিনিধি দলের সঙ্গে আন্দোলনকারীদের প্রতিনিধি দলের বৈঠক এ সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে এক ব্রিফিংয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের একথা জানান।

তিনি বলেন, ‘পরীক্ষা-নিরীক্ষা করে এ ব্যাপারে একটা সমাধান খুঁজে পাওয়া যাবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রধানমন্ত্রী মন্ত্রিসভার বৈঠকের পর বিশেষ বৈঠক করে এ নির্দেশ দিয়েছেন।’

‘বৈঠক শুরুর তিন মিনিট আগে প্রধানমন্ত্রী আমাকে বলে দিয়েছেন, আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ইতোমধ্যে নির্দেশ দিয়েছি। সরকার অনড় অবস্থানে নেই। দাবির যৌক্তিকতা ইতিবাচকভাবে দেখব’ যোগ করেন ওবায়দুল কাদের।

তিনি বলেন, ‘যারা আন্দোলন করছেন, তারা তরুণ সমাজের প্রতিনিধি। তারা আমাদের তরুণ সমাজ, আমাদের রাজনীতিরও অপরিহার্য অংশ। তাদের প্রতি সরকারের বিশেষ দুর্বলতা আছে।’

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘আমরা রাজনীতি শুধু পরবর্তী নির্বাচনের জন্য করি না, রাজনীতি করি পরবর্তী প্রজন্মের জন্যও। তাদের সুবিধা-অসুবিধা, চোখের ভাষা ও মনের ভাষা আমরা বুঝার চেষ্টা করি।’

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী কোনো দাবি যৌক্তিক হলে আগ্রাহ্য করেন না। সেই ইতিবাচক মনোভাব থেকে আমাকে পাঠিয়েছেন কিছু মেসেজ (বার্তা) দিয়ে। চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন প্রধানমন্ত্রী।’

তবে ওবায়দুল কাদের বলেন, ‘যারা সহিংসতায় জড়িত ছিল এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনে হামলা করেছে, ভিডিও ফুটেজ দেখে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে, তাদের শাস্তি পেতে হবে।’

ব্রিফিংয়ে কোটা সংস্কার আন্দোলনের আহ্বায়ক হাসান আল মামুন বলেন, ‘যৌক্তিক হলে এ যাবৎকালে কোনো দাবি আগ্রাহ্য করেননি দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উনার আশ্বাসের প্রতি আমাদের আস্থা আছে।’

(ঢাকারনিউজ২৪.কম/আরএম/১০:২৮পিএম/৯/৪/২০১৮ইং)