• ঢাকা
  • শনিবার, ০৪ মে ২০২৪, ০৫:৫৫ পূর্বাহ্ন

৭ দিনের রিমান্ডে ফটো সাংবাদিক শহিদুল


প্রকাশের সময় : অগাস্ট ৬, ২০১৮, ৭:৫২ PM / ৭১
৭ দিনের রিমান্ডে ফটো সাংবাদিক শহিদুল

ঢাকারনিউজ২৪.কম, ঢাকা : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৫৭ ধারায় দায়ের করা মামলায় দৃকগ্যালারির প্রতিষ্ঠাতা আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত ফটো সাংবাদিক শহিদুল আলমের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ সোমবার সন্ধ্যায় শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম আসাদুজ্জামান নূর রিমান্ডের এই আদেশ দেন।

এর আগে শহিদুলকে আদালতে হাজির করে গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক আরমান আলী ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। অন্যদিকে তার পক্ষে জামিন আবেদন করেন ব্যারিস্টার সারা হোসেন, ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া, অ্যাডভোকেট প্রকাশ রঞ্জন বিশ্বাস।

নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে গত শনি ও রোববার জিগাতলা এলাকায় সংঘর্ষের বিষয়ে কথা বলতে বেশ কয়েকবার ফেসবুক লাইভে আসেন খ্যাতিমান এই ফটো সাংবাদিক। এনিয়ে আলজাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি সরকারের সমালোচনাও করেন।

এরপর রোববার রাতে শহিদুল আলমকে তার ধানমণ্ডির বাসা থেকে উঠিয়ে নেয়া হয় বলে তার পরিবারের পক্ষ থেকে সাংবাদিকদের জানানো হয়। আজ সোমবার সকালে পুলিশের পক্ষ থেকে বলা হয়, ‘জিজ্ঞাসাবাদের জন্য’ তারা তাকে ডিবি কার্যালয়ে নিয়ে গেছেন।

(ঢাকারনিউজ২৪.কম/আরএম/৭:৫২পিএম/৬/৮/২০১৮ইং)