• ঢাকা
  • শনিবার, ১৮ মে ২০২৪, ০৪:৫৬ অপরাহ্ন

৬ বছর পর আখাউড়া স্থলবন্দর দিয়ে কয়লা রপ্তানি


প্রকাশের সময় : ডিসেম্বর ৪, ২০১৮, ১:৪২ PM / ৪৫
৬ বছর পর আখাউড়া স্থলবন্দর দিয়ে কয়লা রপ্তানি

ঢাকারনিউজ২৪.কম, ডেস্ক : দীর্ঘ ছয় বছর বন্ধ থাকার পর আখাউড়া স্থলবন্দর দিয়ে আবার কয়লা রপ্তানি শুরু হয়েছে।

আখাউড়া স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক ও কয়লা রপ্তানিকারক রাজীব উদ্দীন ভূঁইয়া বলেন, ‘রাশিয়া এবং ইন্দোনেশিয়া থেকে নৌপথে টনপ্রতি ৮০ ডলারে কয়লা আমদানি করে তা টনপ্রতি ১১০ ডলারে রপ্তানি করা হচ্ছে।’

ভারতের ত্রিপুরায় কয়লার ব্যাপক চাহিদা থাকায় বাংলাদেশি ব্যবসায়ীরা রাশিয়া ও ইন্দোনেশিয়া থেকে নৌপথে আশুগঞ্জ নৌবন্দরে কয়লা আমদানি করেন এবং আবার তা ভারতের ত্রিপুরায় রপ্তানি করছেন।

টনপ্রতি ১১০ ডলারে সোয়েব ট্রেড ইন্টারন্যাশনাল, মোল্লা ট্রেড ইন্টারন্যাশনাল, বায়জিদ ট্রেড সেন্টার—এ তিনটি প্রতিষ্ঠান কয়লা রপ্তানি করে থাকে।

গত কয়েক দিনে ৭০০ টন কয়লা রপ্তানি হয়েছে বলে জানিয়েছে কাস্টমস কর্মকর্তা শান্তি বরণ চাকমা।

তিনি জানান, ভারতীয় আমদানিকারকরা রাজ্যে ইট ভাটাসহ অন্যান্য কাজে কয়লার ব্যাপক চাহিদা থাকায় বাংলাদেশ থেকে কয়লা আমদানি করছে।(ইউএনবি)
(ঢাকারনিউজ২৪.কম/কেএস/১:৪১পিএম/৪/১২/২০১৮ইং)