• ঢাকা
  • শুক্রবার, ০৩ মে ২০২৪, ০৫:১৭ অপরাহ্ন

৫০-এ পা দিলেন এ আর রহমান


প্রকাশের সময় : জানুয়ারী ৬, ২০১৭, ৭:০৬ PM / ৩৯
৫০-এ পা দিলেন এ আর রহমান

 

ঢাকারনিউজ২৪.কম, ডেস্ক : অস্কার জয়ী প্রখ্যাত সুরকার এ আর রহমানের জন্মদিন আজ। জন্মের পর সুরের এই রাজার নাম দেওয়া হয়েছিল এ এস দিলীপ কুমার। এরপর ইসলাম ধর্ম গ্রহন করেন তিনি। হয়ে যান আল্লা রাখা রহমান তথা এ আর রহমান। এরপর বিয়ে করেন সায়রা বানুকে। এখন তিনি তিন সন্তানের জনক। খুব স্বাভাবিকভাবেই তার সন্তানরাও বাবার পথ অনুসরণ করে সঙ্গীতের জগতেই পা ফেলেছেন।

শুধু ভারতেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও রয়েছে তার বিশেষ খ্যাতি ও সখ্যতা। গত বছরের শেষের দিকে গ্লোবাল সিটিজেনের অনুষ্ঠানে মুম্বাইতে ‘কোল্ডপ্লের’ সঙ্গে এক মঞ্চে গান করতে দেখা গিয়েছে এআর রহমানকে। এ ছাড়া মাইকেল জ্যাকসন ও মিক জ্যাগারের সঙ্গে হোয়াইট হাউসে গান গেয়েছিলেন তিনি।

সঙ্গীত জগতের এই কিংবদন্তী চারবার জাতীয় পুরস্কার পেয়ে ভারতবাসীকে গর্বিত তো করেছেনই, তার সঙ্গে ঝুলিতে আছে দুটি অ্যাকাডেমি পুরস্কার, দুটি গ্র্যামি পুরস্কার এবং একটি গোল্ডেন গ্লোব পুরস্কার। এ ছাড়া ১৫ বার বলিউডে ফিল্মফেয়ার পুরস্কার ও এবং ১৩ বার দক্ষিণী ছবিতে ফিল্মফেয়ার পুরস্কার পেয়েছেন। আজ ৬ জানুয়ারি ৫০ বছর পূর্ণ করলেন গানের এই শিল্পী।

সঙ্গীতাঙ্গনের সুরের স্রষ্টার জন্মদিনে শুনে নিন তার বিখ্যাত কয়েকটি গান:

জয় হো

হাম্মা হাম্মা ২০১৭

আগার তুম সাথ হো

তুহি রে

দিলসে রে

নাদান পারিন্দে

উর্বশী উর্বশী

হাম্মা হাম্মা ১৯৯৫

ও লায়লা

কেহনা হি ক্যায়া

সূত্র: দ্য হিন্দু ডট কম
(ঢাকারনিউজ২৪.কম/আরএম/৬:৫৭পিএম/৬/১/২০১৭ইং)