• ঢাকা
  • শনিবার, ১৮ মে ২০২৪, ১১:৫৪ পূর্বাহ্ন

৪ ব্যাংককে হুঁশিয়ার করল ‘বাংলাদেশ ব্যাংক’


প্রকাশের সময় : মে ৩১, ২০১৮, ৭:০৭ PM / ৫৮
৪ ব্যাংককে হুঁশিয়ার করল ‘বাংলাদেশ ব্যাংক’

ঢাকারনিউজ২৪.কম, ডেস্ক : বারবার নির্দেশনার পরও আমানতের তুলনায় অনেক বেশি ঋণ দেওয়ায় বেসরকারি ৪ ব্যাংককে ঋণসীমা কমিয়ে আনার হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

ব্যাংকগুলো হলো- ব্যাংক এশিয়া, ঢাকা ব্যাংক, সোস্যাল ইসলামী ব্যাংক ও ওয়ান ব্যাংক।

সূত্র জানায়, আগ্রাসী ঋণ দেওয়ার কারণে সম্প্রতি ব্যাংক এশিয়া, ঢাকা ব্যাংক, সোস্যাল ইসলামী ব্যাংক ও ওয়ান ব্যাংককে ডেকে পৃথক পৃথক বৈঠক করেছে কেন্দ্রীয় ব্যাংক। ওই বৈঠকে ব্যাংকগুলোকে ঋণসীমা কমিয়ে আনতে হুঁশিয়ারি দেওয়া হয়। এ ছাড়া অস্বাভাবিক ঋণ প্রবৃদ্ধি ঠেকাতে এই চারটি ব্যাংক ছাড়াও এবি ব্যাংক ও ইসলামী ব্যাংকের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্যমতে, ২০১৭ সালের ডিসেম্বর শেষে ব্যাংক এশিয়া ১৮ হাজার ১০২ কোটি টাকার ঋণ বিতরণ করেছে। এর মধ্যে খেলাপি ঋণের পরিমাণ ৭২৩ কোটি টাকা। ঢাকা ব্যাংক ১৪ হাজার ৯৩৫ কোটি টাকার ঋণ বিতরণের মধ্যে খেলাপির পরিমাণ ৭৬১ কোটি ৭৪ লাখ টাকা। ২০ হাজার ৮১ কোটি ৬৩ লাখ টাকার ঋণ বিতরণ করেছে সোস্যাল ইসলামী ব্যাংক। এর মধ্যে খেলাপি ঋণের পরিমাণ ৯০৯ কোটি টাকা। এ ছাড়া ওয়ান ব্যাংকের ঋণের পরিমাণ ১৬ হাজার ৩৮৩ কোটি টাকা, এর মধ্যে খেলাপি ঋণ ৮২৯ কোটি টাকা।

এ বিষয়ে শীর্ষ ব্যাংক কর্মকর্তাদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) চেয়ারম্যান ও ঢাকা ব্যাংকের এমডি সৈয়দ মাহবুবুর রহমান জানান, এডি রেশিও কমিয়ে আনার চেষ্টা করা হচ্ছে। বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে তো আগামী ২০১৯ সালের মার্চের মধ্যে সমন্বয়ের কথা বলা হয়েছে। এর মধ্যেই তারা নির্ধারিত সীমার মধ্যে নিয়ে আসবে। সূত্র : শেয়ার বিজ

(ঢাকারনিউজ২৪.কম/আরএম/৭:০৮পিএম/৩১/৫/২০১৮ইং)