• ঢাকা
  • মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ০১:৫৬ অপরাহ্ন

৪ এপ্রিল খালেদার বিরুদ্ধে বোমা হামলার তদন্ত প্রতিবেদন


প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২৮, ২০১৮, ১২:৪৫ PM / ১৭১
৪ এপ্রিল খালেদার বিরুদ্ধে বোমা হামলার তদন্ত প্রতিবেদন

ঢাকারনিউজ২৪.কম, ঢাকা : নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খানের মিছিলে বোমা হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ ১৪ জনের বিরুদ্ধে প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়েছে। আদালত আগামী ৪ এপ্রিল নতুন দিন ধার্য করেছেন। বুধবার এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে মামলার তদন্ত কর্মকর্তা প্রতিবেদন দাখিল করতে পারেননি।এজন্য ঢাকা মহানগর হাকিম নুরুন্নাহার ইয়াসমিন প্রতিবেদন দাখিলের জন্য নতুন দিন ঠিক করেছেন।

মামলায় এজাহার থেকে জানা যায়, ২০১৫ সালের ১৬ ফেব্রুয়ারি মুক্তিযোদ্ধা পরিষদ বিএনপি চেয়ারপারসনের কার্যালয় ঘেরাও কর্মসূচি পালনের জন্য গুলশানে সমবেত হয়। পরে নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খানের নেতৃত্বে মিছিল নিয়ে বিএনপি চেয়ারপারসনের কার্যালয় ঘেরাও করার জন্য রওনা হলে আসামিরা হত্যার উদ্দেশে তাদের ওপর বোমা নিক্ষেপ করেন।

ওই ঘটনায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান ও বিএনপি নেতা খন্দকার মাহবুবুর রহমানসহ ১৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে পুলিশ।

(ঢাকারনিউজ২৪.কম/আরএম/১২:৪৩পিএম/২৮/২/২০১৮ইং)