• ঢাকা
  • বুধবার, ২৯ মে ২০২৪, ০৯:৩৯ পূর্বাহ্ন

২ মামলায় খালেদা জিয়ার জামিন, ১টিতে খারিজ


প্রকাশের সময় : মে ২৮, ২০১৮, ১১:৩৪ AM / ৫৪
২ মামলায় খালেদা জিয়ার জামিন, ১টিতে খারিজ

ঢাকারনিউজ২৪.কম, ঢাকা : কুমিল্লায় হত্যা ও নাশকতার অভিযোগে দায়ের দুটি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ৬ মাসের জামিন দিয়েছেন আদালত। তবে নড়াইলে দায়ের মানহানির অপর মামলায় তার জামিন আবেদন উপস্থাপন হয়নি মর্মে খারিজ করে দেয়া হয়েছে।

আজ সোমবার(২৮ মে) বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি জে বি এম হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে খালেদা জিয়ার পক্ষে ছিলেন খন্দকার মাহবুব হোসেন, এজে মোহাম্মদ আলী ও এএম মাহবুব উদ্দিন খোকন। আর রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

এর আগে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে দেয়া হাইকোর্টের জামিন বহাল রেখে গত ১৬ মে আদেশ দেন আপিল বিভাগ।

খালেদা জিয়ার কারামুক্তির জন্য উপরের তিনটিসহ মোট ৬টি মামলায় জামিন নিতে হবে বলে জানিয়েছেন আইনজীবীরা।

(ঢাকারনিউজ২৪.কম/আরএম/১১:২৮এএম/২৮/৫/২০১৮ইং)