• ঢাকা
  • সোমবার, ২০ মে ২০২৪, ০১:০৩ অপরাহ্ন

২২ লাখ ৫০হাজার টাকা নিয়ে নৈশপ্রহরী উধাও


প্রকাশের সময় : জুলাই ২৬, ২০২০, ৯:৩১ PM / ৩৯
২২ লাখ ৫০হাজার টাকা নিয়ে নৈশপ্রহরী উধাও

জয়দেব রানা, আলীকদম উপজেলা : বান্দরবানের আলীকদম উপজেলায় আমার বাড়ী আমার খামার প্রকল্প (পল্লী সঞ্চয় ব্যাংক) থেকে প্রায় ২২ লক্ষ ৫০ হাজার টাকা নিয়ে উধাও হয়ে গেলেন একেই অফিসের নৈশ প্রহরী।

রবিবার (২৬ জুলাই) সাড়ে এগারটায় সময় এ ঘটনা ঘটলেও উক্ত অফিস কর্মকর্তাগণ দুপুর ২ টার পর খোঁজা খুঁজি শুরু করে অর্থ লোপাটের বিষয়টি জানতে পারেন।নৈশপ্রহরী উসাইসুই মার্মার বাড়ী লামা গজালিয়ায়।

উক্ত অফিসের কর্মচারী ও লোন নিতে আসা গ্রাহকরা জানান,আমার বাড়ী আমার খামার প্রকল্প (পল্লী সঞ্চয় ব্যাংক) সোনালী ব্যাংক আলীকদম শাখায় লেনদেন করেন। তাই গ্রাহকদের ঋণ দিতে প্রায় ২২ লক্ষ ৫০ হাজার টাকা তুলতে প্রতিনিধি হিসেবে পাঠান অত্র অফিসের নৈশপ্রহরী উসাইসুই মার্মাকে (৩০)।উত্তোলনকৃত টাকা নিয়ে নৈশপ্রহরীর টাকা অফিস আসার কথা থাকলেও। নৈশপ্রহরী উসাইসুই মার্মা টাকা নিয়ে অফিস উপস্থিত হন নি।দীর্ঘক্ষণ টাকা নিয়ে অফিস না আসায় ধারণা করা হচ্ছে তিনি টাকা নিয়ে উধাও হয়ে গেছেন।
কম্পিউটার অপারেটর শরিফুল ইসলাম জানান,টাকা উত্তোলনের দায়িত্ব নৈশপ্রহরীকে দেওয়া হয়েছিল।সাথে মাঠ সহকারী সাইদুল হাসান কে পাঠানো হয়েছে কিন্তু ব্যাংক থেকে টাকা উত্তোলন করে দুইজনের অফিসে আসার কথা থাকলেও ব্যক্তিগত কাজে সদর হিন্দু পাড়ায় থেকে যান সাইদুল হাসান এবং নৈশপ্রহরীকে টাকা নিয়ে অফিসে যেতে বললেও তিনি অফিসে উপস্থিত হন নি। দীর্ঘক্ষণ টাকা নিয়ে অফিসে না আসায় আমরা খোঁজাখুখি শুরু করি।অনেক খোজাখুজি করার পর না পাওয়া থানা অভিযোগ দায়ের করা হচ্ছে।

এবিষয়ে আমার বাড়ী আমার খামার প্রকল্পের সমন্বয়ক ফেরদৌসী আক্তার জানান,নৈশপ্রহরী প্রায় ২২ লক্ষ ৫০ হাজার টাকা নিয়ে উধাও হওয়ার ঘটনা সত্য। আমরা থানায় এসেছি অভিযোগ করার জন্য।
একজন মাঠ সহকারী ও নৈশপ্রহরীকে নিয়ে ব্যাংক থেকে টাকা আনতে পাঠানোর আইনগত কোন সরকারি আদেশ আছে কিনা জানতে চাইলে,উপজেলা সমন্বয়ক উপজেলা নির্বাহী অফিসারের কল এসেছে, পরে কথা বলব বলে মোবাইল সংযোগ বিচ্ছিন্ন করেন।

আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রকিব উদ্দিন জানান,নৈশপ্রহরী টাকা নিয়ে উধাও হওয়ার ঘটনায় অভিযোগ লিখতেছে। অভিযোগ পাওয়ার পর আমরা প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান।

(ঢাকারনিউজ২৪.কম/এসডিপি/৯:৩১পিএম/২৬/৭/২০২০ইং)