• ঢাকা
  • রবিবার, ০৫ মে ২০২৪, ০৬:১৩ পূর্বাহ্ন

২০০ কোটি ছাড়িয়ে গেলো হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী


প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১৪, ২০২০, ১২:১৯ PM / ৬৮
২০০ কোটি ছাড়িয়ে গেলো হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী

ঢাকারনিউজ২৪.কম, ডেস্ক : ২০০ কোটি ছাড়ালো জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপের ব্যবহারকারী। সাম্প্রতিক এক ব্লগ পোস্টে হোয়াটসঅ্যাপ এ তথ্য জানিয়েছে।

২০১৬ সালে এই অ্যাপের ব্যবহারকারী ছিল এক কোটি। এরপর ২০১৮ সালে হোয়াটসঅ্যাপের ব্যবহারকারী দাঁড়ায় দেড় কোটিতে।

হোয়াটসঅ্যাপের সিইও উইল ক্যাথকার্ট বলেন, ব্যবহারকারীর ব্যক্তি-গোপনীয়তাকে অটুট রাখতে বিশ্বের বড় বড় নিরাপত্তা-সংক্রান্ত বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া হচ্ছে। একই সঙ্গে এই মাধ্যমের অপব্যবহার রুখতে গ্রাহককে আরও বেশি নিয়ন্ত্রণ দিতে এবং কোনও সমস্যা হলে তা রিপোর্ট করা থেকে শুরু করে সমাধান- এসব কিছুর জন্য সর্বাধুনিক প্রযুক্তিকে অন্তর্ভুক্ত করেছে হোয়াটসঅ্যাপ।

২০১৪ সালের ফেব্রুয়ারি মাসে ১৯ বিলিয়ন মার্কিন ডলারের বিনিময়ে হোয়াটসঅ্যাপকে কিনে নেয় ফেসবুক। শর্ত ছিল, প্রযুক্তিগতভাবে স্বাধীন থাকবে হোয়াটসঅ্যাপ।

দীর্ঘদিন ধরেই ফেসবুক চেষ্টা চালাচ্ছে মেসেঞ্জার, ইনস্টাগ্রাম সহ নিজেদের সবকটি যোগাযোগ পরিসেবাকে একসুতোয় বাঁধতে।

(ঢাকারনিউজ২৪.কম/আরএম/১২:১৯পিএম/‌১৪/২/২০২০ইং)