• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ০৭:০১ অপরাহ্ন

১১ মে পবিত্র শবেবরাত


প্রকাশের সময় : এপ্রিল ২৮, ২০১৭, ৮:১২ AM / ৫৪
১১ মে পবিত্র শবেবরাত

ঢাকারনিউজ২৪.কম:

শাবান মাসের চাঁদ দেখা যাওয়ায় বাংলাদেশে আগামী ১১ মে বৃহস্পতিবার পবিত্র শবেবরাত পালিত হবে। ‘সৌভাগ্যের রজনী’ হিসেবে পরিচিত এই রাতে সারা দেশের ধর্মপ্রাণ মুসলমান আল্লাহর রহমত ও নৈকট্য লাভের আশায় নামাজ আদায়, কোরআন তিলাওয়াত, দোয়া ও মিলাদ মাহফিলসহ বেশি বেশি নফল ইবাদত-বন্দেগি পালন করে।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ নিজাম উদ্দিন সাংবাদিকদের বলেন, ‘বাংলাদেশের আকাশে আজ (বৃহস্পতিবার) শাবান মাসের চাঁদ দেখা গেছে। চাঁদ দেখা যাওয়ায় শুক্রবার থেকে শুরু হচ্ছে ১৪৩৮ হিজরি সনের শাবান মাস। সেই হিসাবে ১১ মে দিবাগত রাতে লাইলাতুল বরাত পালিত হবে। ’

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এ বি এম আমিন উল্লাহ নুরীর সভাপতিত্বে অনুষ্ঠেয় সভায় ওয়াক্ফ প্রশাসক মো. শহীদুল ইসলাম, তথ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (প্রেস) মো. মিজান-উল-আলম, অতিরিক্ত প্রধান তথ্য অফিসার ফজলে রাব্বী, বিটিভির পরিচালক (প্রশাসন) মো. শাখাওয়াত হোসেন, মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব শাফায়াত মাহবুব, সরকারি মাদরাসা-ই-আলিয়ার অধ্যক্ষ অধ্যাপক সিরাজ উদ্দিন আহমাদ, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান, চকবাজার শাহী জামে মসজিদের খতিব মাওলানা শেখ নাঈম রেজওয়ান, লালবাগ শাহী জামে মসজিদের খতিব মাওলানা আবু রায়হান  প্রমুখ উপস্থিত ছিলেন।

 

  (ঢাকারনিউজ২৪.কম/এনএম ০৮.১১এএম/২৮//২০১৭ইং)