• ঢাকা
  • সোমবার, ১৩ মে ২০২৪, ০৮:৫২ পূর্বাহ্ন

হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক পেলেন পার্বতীপুরের গ্রামপুলিশ ও আনসার সদস্যরা


প্রকাশের সময় : এপ্রিল ৩০, ২০২০, ১১:৪৯ PM / ১১২
হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক পেলেন পার্বতীপুরের গ্রামপুলিশ ও আনসার সদস্যরা

আব্দুল্লাহ আল মামুন, পার্বতীপুর (দিনাজপুর) : করোনায় সারাদেশ যখন লকডাউন, সবাই জীবনের নিরাপত্তার জন্য বাড়িতে অবস্থান করছেন ঠিক সেই মুহুর্তে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। তাদের সহযোগী হিসেবে জীবনের ঝুঁকি নিয়ে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে কাজ করছেন আনসার ও গ্রাম পুলিশের সদস্যরা। তাদের ব্যাক্তিগত সুরক্ষার কথা বিবেচনায় নিয়ে দিনাজপুরের পার্বতীপুরে উপজেলা সমাজ সেবা কার্যালয়ের উদ্যোগে হ্যান্ড স্যানিটাইজার, সাবান ও সার্জিক্যাল মাস্ক বিতরণ করা হয়েছে। আজ সকাল বৃহস্পতিবার সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্বরে গ্রাম পুলিশ ও আনসার সদস্যদের মাঝে এসব উপকরণ তুলে দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ হাফিজুল ইসলাম প্রামানিক, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ শাহনাজ মিথুন মুন্নী। এসময় ২০০ আনসার ও ৯০ জন গ্রাম পুলিশের প্রত্যেক সদস্যকে একটি মাস্ক ও একটি করে হ্যান্ড স্যানিটাইজার প্রদান করা হয়। অন্যদিকে, রোগী কল্যাণ সমিতির মাধ্যমে পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রোগীদের মাঝে বিতরণের জন্য দুপুরে বৃহস্পতিবার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ আব্দুল্লাহেল মাফির নিকট ২০০ হ্যান্ড স্যানিটাইজার, ২০০ মাস্ক ও ২০০ সাবান তুলে দেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা তাপস রায়।
(ঢাকারনিউজ২৪.কম/কেএস/১১:৫০পিএম/৩০/৪/২০২০ইং)