• ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০৪:১৪ পূর্বাহ্ন

হোমনায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন


প্রকাশের সময় : জুলাই ১৯, ২০১৮, ৮:২৮ PM / ২৮
হোমনায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন

মো. তপন সরকার, হোমনা প্রতিনিধি : “স্বয়ং সম্পূর্ণ মাছের দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার হোমনায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপিত হয়েছে। উপজেলা প্রশাসন ও মৎস্য কর্মকর্তার কার্যালয় কর্তৃক জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৮ পালন করা হয়। এ উপলক্ষে বৃহস্পতিবা(১৯ জুলাই) সকালে হোমনা  তিতাস নদীতে মাছের পোনা অবমুক্তকরন ও একটি র‌্যালী শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এই সময় র্যালিতে ‘পানি আছে যেখানে, মাছ চাষ সেখানে’ ও ‘বেকারত্ব যেখানে,মাছ চাষ সেখানে’ বলে স্লোগান দেয়। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা খান মো. নাজমুস শোয়েব এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. জুলফিকার আলী, উপজেলা প্রকৌশলী মো. জহিরুল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাজী রহুল আমিন, সমবায় কর্মকর্তা মো. জালাল উদ্দিন,নির্বাচন কর্মকর্তা  মো. জায়েদ আলী চৌধুরি, একাডেমিক সুপারভাইজার ফজলে রাব্বি, মৎস্যজীবি সিধাম দাস প্রমুখ।

(ঢাকারনিউজ২৪.কম/এসডিপি/৮:২৬পিএম/১৯/৭/২০১৮ইং)