• ঢাকা
  • সোমবার, ১৭ Jun ২০২৪, ১১:২৬ অপরাহ্ন

হোমনায় অটোরিক্সার গ্যারেজে অটো মিস্ত্রী নিহত


প্রকাশের সময় : মে ৭, ২০১৯, ৬:৪১ PM / ৩২
হোমনায় অটোরিক্সার গ্যারেজে অটো মিস্ত্রী নিহত

 

মো. তপন সরকার, হোমনা প্রতিনিধি : কুমিল্লার হোমনায় ব্যাটারী চালিত অটোরিক্সার নিচে চাপা পড়ে সালাম মৃধা(৪৫) নামের এক অটোরিক্সা মিস্ত্রীর নিহত হয়েছে। গতকাল রাতে উপজেলার ৩ং দুলালপুর ইউনিয়নের সাফলেজী গার্লস স্কুলের সামনে অটোরিক্সার গ্যারেজে এর্ঘটনা ঘটে। সে বরিশাল জেলার ঝালকাঠী সদর থানার মির্জাপুর গ্রামের মৃত মাহমুদ মৃধার ছেলে। সরেজমিনে জানাযায়, গত তিন মাস আগে একটি দোকান ভাড়া নিয়ে সে ব্যাটারী চালিত অটোরিক্সা মেরামতের কাজ করতো। গতকাল রাতে ও একটি অটোরিক্সা মেরামতের কাজ করতেছিল। মেরমতের কোন এক সময় তার নিচে চাপা পড়ে মারা যায় বলে ধারণা করা হচ্ছে। পর দিন সকালে অনেক বেলা হয়ে গেলে দোকানের সাটার বন্ধ পেলে স্থানীয়রা তাকে ডাক দেয় কিন্তু অনেক সময় পরও কোন সাড়া না পেলে তাদের মনে সন্দেহ হয়। পরে তারা হোমনা থানায় খবর দেয়। খবর পেয়ে হোমনা থানার এসআই ফারুক ইসলাম সঙ্গীয় ফোর্স সহ ঘটনাস্থলে এসে ভিতরে সাটার তালাবদ্ধ পরে স্থানীয়দের নিয়ে সাটার ভেঙ্গে অটোরিক্সা নিচে চাপা পড়া অবস্থা থেকে লাশ উদ্বার করে। এ বিষয়ে, হোমনা থানার এসআই ফারুক ইসলাম জানান, প্রাথমিক ভাবে এটি দুর্ঘটনা হিসেবে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্ত শেষে আসল রহস্য জানা যাবে।

(ঢাকারনিউজ২৪.কম/আরএম/৬:৪১পিএম/৭/৫/২০১৯ইং)