• ঢাকা
  • শনিবার, ০৪ মে ২০২৪, ০৪:০৮ অপরাহ্ন

হিলিতে ১১ কোটি ৪৬ লাখ টাকা বেশি রাজস্ব আহরণ!


প্রকাশের সময় : ডিসেম্বর ১৯, ২০১৮, ২:৩৩ PM / ২৬
হিলিতে ১১ কোটি ৪৬ লাখ টাকা বেশি রাজস্ব আহরণ!

ঢাকারনিউজ২৪.কম, দিনাজপুর : দিনাজপুরের হিলি স্থলবন্দরে ২০১৮-১৯ অর্থবছরের প্রথম পাঁচ মাসে (জুলাই-নভেম্বর) লক্ষ্যমাত্রার চেয়ে ১১ কোটি ৪৬ লাখ টাকা বেশি রাজস্ব আহরণ হয়েছে।

আজ ১৯ ডিসেম্বর(বুধবার) বণিক বার্তার প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাসে ৭৩ কোটি ১৮ লাখ টাকার রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা ছিল। যার বিপরীতে ৮৪ কোটি ৬৪ লাখ টাকা আহরণ হয়েছে।

সার্বিকভাবে পাঁচ মাসের লক্ষ্যমাত্রা অনুযায়ী রাজস্ব আহরণে উদ্বৃত্ত থাকলেও আগস্ট, অক্টোবর ও নভেম্বর মাসে রাজস্ব আহরণে ঘাটতি ছিল।

আগস্টে ১৭ কোটি ১০ লাখ টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে ১৫ কোটি ২১ লাখ টাকা, অক্টোবরে ১৬ কোটি ১৬ লাখ টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে ১০ কোটি টাকা এবং নভেম্বরে ২৬ কোটি ৪৯ লাখ টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে প্রায় ১৪ কোটি ৭০ লাখ টাকা রাজস্ব আহরণ হয়েছিল।

অধিক শুল্কযুক্ত কিছু পণ্যের আমদানি বন্ধ হয়ে যাওয়ায় রাজস্ব আহরণের পরিমাণ কমেছে বলে জানান হিলি স্থলবন্দর আমদানি-রফতানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশীদ।

হিলি স্থল শুল্কস্টেশনের রাজস্ব কর্মকর্তা আব্দুল হালিম জানান, অক্টোবর ও নভেম্বর মাসে রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা অর্জন হয়নি। আমদানি-রফতানির ধারা একই থাকায় ডিসেম্বরেও ঘাটতি থাকার আশঙ্কা রয়েছে।
(ঢাকারনিউজ২৪.কম/আরএম/২:৩৫পিএম/১৯/১২/২০১৮ইং)