• ঢাকা
  • রবিবার, ১২ মে ২০২৪, ১১:১১ অপরাহ্ন

হিজাব খোলায় ইরানি নারীর ২ বছরের কারাদণ্ড!


প্রকাশের সময় : মার্চ ১০, ২০১৮, ৯:১৪ AM / ৩৫
হিজাব খোলায় ইরানি নারীর ২ বছরের কারাদণ্ড!

 

ঢাকারনিউজ২৪.কম, ডেস্ক : ইরানে প্রকাশ্যে হিজাব খুলে আইনের প্রতিবাদ করায় এক নারীকে ২ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। স্থানীয় সময় বুধবার এই দণ্ডাদেশ দেওয়া হয়।

বিবিসির খবরে জানানো হয়, এই নারীর নাম গণমাধ্যমে প্রকাশ করা হয়নি। তার বিরুদ্ধে নৈতিকতাবিরোধী তৎপরতার অভিযোগ আনা হয়েছিল।

১৯৭৯ সালের ইসলামী বিল্পবের পর থেকেই ইরানে ইসলামী আইন বলবৎ রয়েছে। সেই সময় থেকেই ইসলামী আইন অনুসারে ইরানে নারীদের চুল ঢেকে রাখা বাধ্যতামূলক।

গত ডিসেম্বরে ইরানে এই আইনের বিরুদ্ধে বিক্ষোভ করেন কিছু নারী। তাদেরকে অনেককে গ্রেফতার করা হয়। তাদের একজন ছিলেন বুধবার সাজা পাওয়া ওই নারী। আইনি প্রক্রিয়া শেষে তাকে ২১ মাসের জন্য কারাবাসে পাঠানো হয়।

মামলার কৌঁসুলি আব্বাস জাফরি-দোলাতাবাদী সাজার বিষয়টি জানিয়েছেন। তিনি আরও জানান, ‘নৈতিক দূষণ উৎসাহিত করার দায়ে’ ওই নারীকে দোষী সাব্যস্ত করা হয়েছে।

গত কয়েক সপ্তাহে ইরানে বেশ কিছু নারীকে এ ধরনের অভিযোগে গ্রেফতার করা হয়। তাদের বেশির ভাগই মুক্তি পেয়েছেন।

গত বছরের ডিসেম্বরে ইরানে সরকারবিরোধী বিক্ষোভ চলার সময় এক তরুণী প্রকাশ্যে হিজাব খুলে ফেলেন। সেই হিজাব তিনি একটি লাঠির মাথায় উঁচিয়ে ধরেন। ছবিটি গণমাধ্যমে ফলাও করে প্রচার হয়। তাকে আটক করা হলেও পরে ছেড়ে দেওয়া হয়।

(ঢাকারনিউজ২৪.কম/আরএম/৯:১৫এএম/১০/৩/২০১৮ইং)