• ঢাকা
  • শুক্রবার, ০৩ মে ২০২৪, ১০:১৮ পূর্বাহ্ন

হামলা করে পাল্টা মামলা আওয়ামী লীগের কৌশল: মওদুদ


প্রকাশের সময় : জুন ২৩, ২০১৭, ৭:২১ PM / ৫১
হামলা করে পাল্টা মামলা আওয়ামী লীগের কৌশল: মওদুদ

 

ঢাকারনিউজ২৪.কম, ঢাকা : বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেছেন, ‘অপরাধ করল ক্ষমতাসীন দল। ভিডিও ফুটেজে সবাই দেখেছে সেখানে কারা ছিল। তারা সবাই আওয়ামী যুবলীগ, ছাত্রলীগের এবং তাদের সন্ত্রাসী বাহিনীর সদস্য। এটা সারা জাতি দেখেছে। এখানে তদন্ত করার কী আছে?’
তিনি বলেন, ‘সরকার ঘটনাটিকে অন্যদিকে প্রবাহিত করার জন্য আরেকটি মামলা করেছে। এটা তাদের (আওয়ামী লীগ) একটা কৌশল, এটা দুরভিসন্ধিমূলক।’
জাতীয় প্রেস ক্লাবে শুক্রবার এক আলোচনা সভায় এ সব কথা বলেন মওদুদ।
রাঙামাটিতে যাওয়ার পথে গত ১৮ জুন রাঙ্গুনিয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরদের গাড়িবহরে হামলা করা হয়। বিএনপি এই হামলার জন্য আওয়ামী লীগের সংসদ সদস্য হাছান মাহমুদকে দায়ী করেছে। অন্যদিকে হাছানের দাবি, বিএনপির গাড়িবহরের ধাক্কায় দুজন আহত হলে স্থানীয়রা বিক্ষুব্ধ হয়ে ওই হামলা চালায়।
এ ঘটনায় বিএনপির পক্ষ থেকে মামলা করা হয়। এরপর বৃহস্পতিবার পাল্টা মামলায় বিএনপির নেতা-কর্মীদের আসামি করা হয়।
আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহর সভাপতিত্বে আলোচনা সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ, চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, কেন্দ্রীয় নেতা খালেদা ইয়াসমীন, নিপুর রায় চৌধুরী, শাহ নেসারুল হক, জাতীয় দলের সভাপতি সৈয়দ এহসানুল হুদা, এলডিপির যুগ্ম মহাসচিব সাহাদাত হোসেন সেলিম বক্তব্য রাখেন।

(ঢাকারনিউজ২৪.কম/এসডিপি/৭:২০পিএম/২৩/৬/২০১৭ইং)