• ঢাকা
  • মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ০৭:৪৩ পূর্বাহ্ন

স্মৃতির ভূবণ


প্রকাশের সময় : ডিসেম্বর ৩১, ২০১৯, ৭:০২ AM / ৩২
স্মৃতির ভূবণ

আবু নাসির

________________________________

ফাগুনে বিকসিত পুস্প বন
কেমনে ভুলি সে মধু লগন
কেমনে ভুলি সেই বিদায় ক্ষন
আমি তো নই সব স্মৃতি চয়ন।
পুস্প সাজে দেখি যখন
অশ্রু ভারাক্রান্ত দুই নয়ন
আজো ভুলিনি সেই বদন
পড়েছিলে যখন হলুদ বসন।
আবার ফিরে এলে যখন
সাথে ছিলাম না আমি তখন
আবার যখন হলো মিলন
নেচেছিলো মনে প্রেম খঞ্জন।
বিদায় ছিলো মোদের চিরন্তন
মেনে নিয়েছে না মানা মন
মিলবে কি আবার চার নয়ন
সব শেষে আবার হবে মিলন?