• ঢাকা
  • বুধবার, ১৫ মে ২০২৪, ০৫:৪২ অপরাহ্ন

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিএনপির ২ নেতার বৈঠক


প্রকাশের সময় : এপ্রিল ২২, ২০১৮, ১:০০ PM / ১৩০
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিএনপির ২ নেতার বৈঠক

 

ঢাকারনিউজ২৪.কম, ঢাকা : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সঙ্গে বৈঠকে বসেছে বিএনপির একটি প্রতিনিধিদল। সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কার্যালয়ে রোববার(২২ এপ্রিল) বেলা ১১টা ৫০ মিনিটের দিকে এ বৈঠক শুরু হয়েছে। বিএনপির প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। উপিস্থত আছেন ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ।

আরেক ভাইস চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরীর আসার কথা বিএনপি জানালেও শেষ পর্যন্ত তিনি আসেননি।

বৈঠকের বিষয়ে বিএনপি চেয়ারপারসনের প্রেসউইংয়ের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, ‘পহেলা মে শ্রমিক দিবসে বিএনপি সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে চায়। বৈঠকে এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সহযোগিতা চাওয়া হবে।’

এর আগে সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে ২৯ মার্চ মহাসমাবেশ করার ঘোষণা দিয়েছিল বিএনপি। বিভিন্ন দফতরে আবেদন করে অনুমতি না পেয়ে ২৭ মার্চ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেছিলেন দলটির এই তিন নেতা।

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে বেরিয়ে সাংবাদিকদের বিএনপির প্রতিনিধি দলের প্রধান নজরুল ইসলাম খান বলেছিন, ‘সমাবেশের অনুমতির বিষয়ে আমরা স্বরাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ করেছি। যেহেতু ডিএমপি আমাদের অনুমতি দেন না, স্বরাষ্ট্রমন্ত্রীই তাদের সর্বোচ্চ প্রশাসন। তাই তার কাছেই আমরা একটি চিঠি দিয়েছি।’

পরে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘আমি বিষয়টি অবহিত হলাম। সমাবেশের অনুমতি দেয়ার এখতিয়ার ডিএমপি কমিশনারের। কোনো ধরনের নাশকতার আশঙ্কা না থাকলে, তারা অনুমতি দিবেন বলে আমি বিশ্বাস করি।’

তবে শেষ পর্যন্ত বিএনপিকে ওই সমাবেশ করার অনুমতি সরকারের পক্ষ থেকে দেয়া হয়নি।

(ঢাকারনিউজ২৪.কম/আরএম/১:০০পিএম/২২/৪/২০১৮ইং)