• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ১০:২৬ অপরাহ্ন

স্বতন্ত্র মেডিকেল বোর্ড গঠনের দাবি


প্রকাশের সময় : এপ্রিল ৩০, ২০১৭, ৯:৩৯ PM / ১০৮
স্বতন্ত্র মেডিকেল বোর্ড গঠনের দাবি

ঢাকারনিউজ২৪.কম:

মেডিকেলে এডুকেশন বোর্ড অব বাংলাদেশ নামে স্বতন্ত্র বোর্ড গঠনের দাবিসহ চার দফা দাবিতে মানববন্ধন করেছে বঙ্গবন্ধু ডিপ্লোমা মেডিকেল স্টুডেন্ট`স এ্যাসোসিয়েশন (বিডিএমএসএ)।

রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বঙ্গবন্ধুর প্রথম পঞ্চ বার্ষিকী পরিকল্পনা (১৯৭৩-৭৮) মোতাবেক মেডিকেল ট্রেনিং স্কুল (ম্যাটস) শিক্ষার্থীদের উচ্চশিক্ষার অধিকার নিশ্চিত করাসহ চার দফা দাবিতে উল্লেখ রয়েছে,  ইন্টার্নশিপে ভাতা প্রদান করতে হবে এবং কমিউনিটি ক্লিনিকে সরকারি ভাবে ১০ গ্রেডে নিয়োগ ও ডিপ্লোমা চিকিৎসকদের পদ সৃষ্টি করতে হবে।

এছাড়া ও উচ্চ শিক্ষার দাবিতে আন্দোলনরত ম্যাটস শিক্ষার্থীদের উপর গত শুক্রবার নোয়াখালী, বাগেরহাট, বগুড়া ও রাজশাহী এলাকায় এই চার দফা দাবি আদায়ের কর্মসূচিতে হামলা করে চরমোনাইপীরের সমর্থকরা। শিক্ষার্র্থীরা ৪৮ ঘন্টার মধ্যে হামলাকারীদের বিচারের আওতায় আনার দাবি জানান।

মুরাদ হোসেন লেমনের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক সোহেল খন্দকার ফাহিম, সোহরাব হোসেন, হুমায়ূন বাবর প্রমুখ।

 

  (ঢাকারনিউজ২৪.কম/এনএম ০৯.৪০পিএম/৩০//২০১৭ইং)