• ঢাকা
  • শনিবার, ০৪ মে ২০২৪, ১২:০২ পূর্বাহ্ন

সৌদিতে সিলিন্ডার বিস্ফোরণে ৭ বাংলাদেশি নিহত


প্রকাশের সময় : এপ্রিল ১৯, ২০১৮, ৯:১৬ AM / ৫০
সৌদিতে সিলিন্ডার বিস্ফোরণে ৭ বাংলাদেশি নিহত

ঢাকারনিউজ২৪.কম, কুমিল্লা : সৌদি আরবে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় দুই সহোদরসহ ৭ বাংলাদেশির মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহতদের চারজনের বাড়ি কুমিল্লায়। এদের দু’জন সহোদর বলে জানা গেছে।

দুই সহোদর হলেন- কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা ইউনিয়নের বসন্তপুর গ্রামের মরহুম আবদুল হকের ছেলে এমরানুল হক সোহেল (৩৪) ও ইমামুল হক মুন্না (২২)।

কুমিল্লার অন্য দু’জনের মধ্যে একজন গুণবতী ইউনিয়নের দক্ষিণ শ্রীপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে মো. সোহেল (৩০)। তবে অপরজনের বিস্তারিত পরিচয় সন্ধ্যা পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।

গতকাল বুধবার(১৮ এপ্রিল) বিকেলে ৪জনের মৃত্যুর খবর নিশ্চিত করেন স্বজনরা।

জানা গেছে, দুই সহোদর এমরানুল হক মুন্না ও ইমামুল সোহেলসহ নিহত সাত বাংলাদেশি সৌদি আরবের হোলাইফা শহর এলাকায় চাকরি করতেন।

মঙ্গলবার রাতের খাবার শেষে একই কক্ষে ঘুমিয়ে পড়েন সাত বাংলাদেশি। বুধবার ভোরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হলে ওই কক্ষের সাতজনই প্রাণ হারান।

নিহত অপর তিনজনের মধ্যে দু’জনের বাড়ি নোয়াখালী ও একজনের বাড়ি ফেনী বলে জানা গেছে।

(ঢাকারনিউজ২৪.কম/আরএম/৯:১৬এএম/১৯/৪/২০৮ইং)