• ঢাকা
  • রবিবার, ০৫ মে ২০২৪, ০৮:৪৮ অপরাহ্ন

সৌদিতে বেড়েছে বিদেশিদের ভিক্ষাবৃত্তির প্রবণতা


প্রকাশের সময় : মার্চ ৯, ২০১৯, ২:৩৯ PM / ৫৪
সৌদিতে বেড়েছে বিদেশিদের ভিক্ষাবৃত্তির প্রবণতা

সৌদি থেকে সবুজ আহমেদ : সৌদি রাজধানী রিয়াদে অসচ্ছল প্রতিবন্ধি ছাড়া কখনো ভিক্ষা করতে দেখা যেতোনা।কেননা সৌদি সরকার নিজ দেশের নাগরিকদের পূর্নাবাসনের ব্যবস্থা করে রেখেছে।অতিতসময় টুকটাক দেখা মিলতো বাহিরের দেশের লোকদের ভিক্ষাবৃত্তিতে, আর এখনকার চিত্র সম্পুর্ন ভিন্ন।অভিজাত এলাকায়, অভিবাসী বসবাসরত অধ্যাসিত ভিবিন্ন শপিংমল, বড় দোকান পাট, রিয়াদে আজনবীদের আস্তানা নামে পরিচিত বাথহা,হারা,মানপুয়া,মুন্নাসিয়া,মালাছ,ওলাইয়া অফিস্থলে প্রায়ঃসয় দেখা মেলে এক শ্রেণীর নারী পুরুষ ভিক্ষার জন্য হাত পাততে।বিশেষ করে ১৬ সাল হতে দ্বিগুনহারে বেড়েছে ইয়েমেনের নারী পুরুষ ভিক্ষাবৃত্তিতে।এছাড়া আফ্রিকান কৃষ্ণনাঙ্গ সোমালিয়া ইথুপিয়া, ইরিথথিয়া, শাদ রাষ্ট্রের নারীরা বুকে ছোট বাচ্ছাদের বেঁধে মসজিদের সামনে ভিক্ষা করতে দেখা যায়।আর বাংলাদেশের পাশবর্তী দেশে ভারত পাকিস্তানের নাগরিকেরা অভিনব কায়দায় নিজেদের শরীরের পঁচা অংশ দোখিয়ে অসুস্থতার বানে কথা বলে সাহয্য চেয়ে প্রতারনা করে।কিন্তু অতীতে বাংলাদেশীরা এ কাজে নিজেকে কখনো জড়ায়নি।যদিও ইদানিং কিছু কিছু বাংলাদেশীদেরও ভিক্ষা বৃত্তিতে জড়িয়ে পড়তে দেখা যাচ্ছে।

সৌদি আরবের আইন ও ধর্মমতে ভিক্ষাবৃত্তি দন্ডনিয় শাস্তিযোগ্য এক অপরাধ।স্থানীয় পুলিশ ভিক্ষাবৃত্তি করতে দেখলে বা উপযুক্ত প্রমাণদি দিয়ে ধরিযে দিতে পারলে বিনা নোটিসে কপিলকে না জানিয়ে দেশে ফেরত পাঠিয়ে দেয়।প্রশ্ন হলো এখন কেন লজ্জাসকর এ পেশায় বাংলাদেশীরা জড়াচ্ছে! জানতে চেয়েছিলেম দীর্ঘ দিন জেদ্দার বালাদ নামস্থানে বসবাসরত মুন্সি বেলায়েত হোসেনের কাছে।তিনি জানালেন প্রথমত চারদিকে যুদ্ধের দামামা, কর্মহীন শ্রমিক,ঋণে আবদ্ধ তা হতে মানসিক চাপ,শারীরীক অসুস্থতা,আর কিছু শ্রমিক স্বভাব দোষে কুপ্রবৃত্তিমনা, অনেকের দেখা দেখি শেখে উদ্বুদ্ধ হয়েছে।দাম্মামের সিকো মার্কেটে ঘুরেও দেখা যায় একই অবস্থা।জানতে চাইলাম সেখানে বসবাসরত কাজী সুমনের কাছে সে বললো অভাব এবং স্বভাব এর জন্য দায়ি।কিছু মানুষ অভাব বা বেকায়দায় পড়ে নিরুপায় হয়ে হাত পাতে আর কিছু মানুষ প্রবর প্রবণতা স্বভাবের।সৌদিতে ভিক্ষা করার মতো পরিস্থিতি সৃষ্টি হয়নি।এখনো যতেষ্ট কর্মস্থানের সুযোগ রয়েছে।যারা সব থেকেও এমন গহিত কাজটি করে তারা মূলত নিজে ছোট হয় দেশকে ছোট করে।আর যারা শারীরীক অসুবিদায় কর্ম করতে এক প্রকার অক্ষম বা নিরুপায় পরিস্থিতি বাধ্য করে তাদের কথা ভীন্ন।সৌদি সরকার কর্মে অক্ষম ব্যক্তিদের ভিক্ষাবৃত্তি বন্দে যাকাত পান্ড হতে সহযোগিতা নেয়ার সুযোগ দিয়ে রেখেছে।
(ঢাকারনিউজ২৪.কম/আরএম/২:৩২পিএম/৯/৩/২০১৯ইং)