• ঢাকা
  • রবিবার, ১২ মে ২০২৪, ০৩:৪২ পূর্বাহ্ন

সৌদিতে পৌঁছেছেন ২৫ হাজার ৩১৭ হজযাত্রী


প্রকাশের সময় : জুলাই ১৯, ২০১৮, ৩:০৫ PM / ২৩
সৌদিতে পৌঁছেছেন ২৫ হাজার ৩১৭ হজযাত্রী

ঢাকারনিউজ২৪.কম, ঢাকা : পবিত্র হজ পালনে বাংলাদেশ থেকে ৬ দিনে ২৫ হাজার ৩১৭ জন যাত্রী সৌদি আরবের জেদ্দায় পৌঁছেছেন। বৃহস্পতিবার দুপুর পর্যন্ত ৬৯টি ফ্লাইটে বাংলাদেশি এই হজযাত্রীরা সেখানে পৌঁছান বলে জানা গেছে।

ঢাকা হজ অফিস সূত্রে জানা যায়, গত শনিবার সকাল থেকে শুরু হয়ে আজকে বৃহস্পতিবার দুপুর ১টা পর্যন্ত ৬৯টি ফ্লাইটে ২৫ হাজার ৩১৭ জন হজযাত্রী সৌদি আরবের জেদ্দায় পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ২৪২ জন গেছে। বাকি ২২ হাজার ৭৫ জন বেসরকারিভাবে সেখানে হজ পালনে গেছেন।

জানা গেছে, ৬৯টি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশের ৩২টি এবং সৌদি এয়ারলাইন্সের ৩৭টি ফ্লাইট ছিল।

প্রসঙ্গত, বাংলাদেশ থেকে এ বছর ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন পবিত্র হজব্রত পালনে সৌদি আরব যাচ্ছেন। রাষ্ট্রায়ত্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৬৩ হাজার ৫৯৯ যাত্রী বহন করবে এবং একইভাবে সৌদি এয়ারলাইন্স বাকি অর্ধেক যাত্রী পরিবহন করবে।

বিমান ৬৩ হাজার ৫৯৯ যাত্রীর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় যাচ্ছেন ৭ হাজার ১৯৮ যাত্রী। বাকি ৫৬ হাজার ৪০১ যাত্রী যাবেন বেসরকারি ব্যবস্থাপনায়।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সূত্রে জানা যায়, দুই মাস ধরে শিডিউলসহ মোট ৩৫৯টি ফ্লাইট পরিচালনা করবে, যার মধ্যে ২৯৮ ডেডিকেটেড এবং ৬১টি শিডিউল ফ্লাইট। শনিবার ১৪ জুলাই শুরু হয়ে ১৫ আগস্ট পর্যন্ত মোট ১৮৭টি ফ্লাইট সৌদি আরবে যাবে (ডেডিকেটেড-১৫৫টি এবং শিডিউল-৩২টি)।

(ঢাকারনিউজ২৪.কম/আরএম/৩:০২পিএম/১৯৭/২০১৮ইং)