• ঢাকা
  • বুধবার, ২৯ মে ২০২৪, ০৮:৫৫ পূর্বাহ্ন

সোহেল তাজের আল্টিমেটাম


প্রকাশের সময় : জুন ১৬, ২০১৯, ৯:৪৮ AM / ৩৯
সোহেল তাজের আল্টিমেটাম

 

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর এক ভাগ্নে অপহৃত হবার খবর প্রকাশিত হওয়ার পর এ সম্পর্কে পুলিশ খোঁজখবর নিচ্ছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বিবিসিকে জানিয়েছেন, তিনিও ঘটনাটির কথা শুনেছেন।

“আমি পুলিশ কমিশনারকে বলেছি ঘটনাটি সম্পর্কে খোঁজখবর নিতে,” তিনি বলেন, “এরপরই আমরা বলতে পারবো কী ঘটেছে।”

বিগত আওয়ামী লীগ সরকারের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ অভিযোগ করেন যে তার এক ভাগ্নেকে অপহরণ করা হয়েছে।

তার নিজের ফেসবুক পাতায় এক স্ট্যাটাসে আহমেদ জানান, তার মামাতো বোনের ছেলে সৈয়দ ইফতেখার আলম প্রকাশকে (সৌরভ) চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনে থেকে অপহরণ করা হয়।

তবে এই ঘটনা কবে এবং কোন পটভূমিতে ঘটেছে সে সম্পর্কে তিনি ফেসবুক পোস্টে বিস্তারিত কোনো তথ্য জানাননি।

সোহেল তাজ সেই পোস্টে লেখেন, এই অপহরণের পেছনে কারা আছে তা তিনি জানেন।

অপহরণকারীদের প্রতি প্রচ্ছন্ন হুমকি দিয়ে তিনি তার ভাগ্নেকে পরিবারের কাছে ফিরিয়ে দেয়ার জন্য বলেন।

“অন্যথায় আপনাদের পরিচয় জনসম্মুখে প্রকাশ করা হবে,” তিনি লেখেন, “ঘটনার আড়ালে কারা আছেন তা আমরা জানি।”

কিন্তু অপহরণের ঘটনাটি সম্পর্কে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিজে পুলিশ বিভাগকে জানিয়েছেন কিনা সে সম্পর্কে এখনই জানা যাচ্ছে না।

(ঢাকারনিউজ২৪.কম/কেএস/০৯:৪৮এএম/১৫/৬/২০১৯ইং)