• ঢাকা
  • শুক্রবার, ০৩ মে ২০২৪, ১১:৪৬ পূর্বাহ্ন

সোমালিয়ায় হোটেলে বোমা হামলায় সাংবাদিকসহ নিহত ৭


প্রকাশের সময় : জুলাই ১৩, ২০১৯, ১১:১৬ AM / ২৯
সোমালিয়ায় হোটেলে বোমা হামলায় সাংবাদিকসহ নিহত ৭

ঢাকারনিউজ২৪.কম, ডেস্ক : পূর্ব আফ্রিকার দেশ সোমালিয়ার দক্ষিণাঞ্চলের একটি হোটেলে আত্মঘাতী বোমা হামলায় অন্তত সাত জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে কানাডিয়ান-সোমালি এক টেলিভিশন সাংবাদিকও রয়েছেন। তার নাম হোদান নালায়েহ। কর্তৃপক্ষের বরাত দিয়ে বিবিসি তাদের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

সোমালিয়ার দক্ষিণাঞ্চলীয় কিসমায়ো নামক বন্দর নগরে অবস্থিত আসায়ে হোটেলে এ হামলার ঘটনা ঘটে। কর্তৃপক্ষ এবং হামলা থেকে বেঁচে ফেরা মানুষজন বলছেন, একজন আত্মঘাতী বোমা হামলাকারী গাড়ি নিয়ে হোটেলে প্রবেশ করার পর বিস্ফোরণ ঘটায়। তারপর বন্দুকধারীরা ভবনে এলোপাতাড়ি গুলি করতে শুরু করে।

বিবিসির প্রতিবেদনে জানানো হয়েছে, আত্মঘাতী ওই গাড়ি বোমা হামলায় নিহতদের মধ্যে টিভি সাংবাদিক নালায়েহ এবং স্বামীও রয়েছেন। দেশটিতে নিয়মিতই হামলা চালানো সশস্ত্র ইসলামী চরমপন্থী গোষ্ঠী আল-শাবাব ওই হামলার দায় স্বীকার করেছে।

যখন হামলার ঘটনা ঘটে তখন হোটেলটিতে আসন্ন একটি আঞ্চলিক নির্বাচন নিয়ে ওই অঞ্চলের নেতা এবং গোষ্ঠীগুলোর জ্যেষ্ঠ নেতারা আলোচনা করছিলেন। মূলত সেই আলোচনাকে লক্ষ্য করেই হামলা চালায় আল-শাবাব।

প্রত্যক্ষদর্শীরা বলছে, আত্মঘাতী হামলাকারী গাড়ি নিয়ে হোটেলের ভেতরে বিস্ফোরণের সঙ্গে সঙ্গেই বাইরে থেকে বন্দুকধারীরা হোটেলটি লক্ষ করে গুলি করতে শুরু করে। তবে এটা নিশ্চিত হওয়া যায়নি যে, এখনও কোনো হামলাকারী হোটেলের ভেতর আছে কি-না।

নিরাপত্তা কর্মকর্তা আবদেল ধুহুল বার্তা সংস্থা এএফপিকে বলেন, নিহতদের মধ্যে স্থানীয় প্রশাসনের প্রাক্তন এক মন্ত্রী এবং একজন আইনপ্রণেতাও রয়েছেন। স্থানীয় গণমাধ্যম এবং সোমালি সাংবাদিকরা জানিয়েছে, নিহত টিভি সাংবাদিক নালায়েহ’র বয়স ৪৩ বছর।

(ঢাকারনিউজ২৪.কম/আরএম/১১:২০এএম/১৩/৭/২০১৯ইং)