• ঢাকা
  • বুধবার, ১৫ মে ২০২৪, ১০:২৮ অপরাহ্ন

সোনারগাঁ জাদুঘরে মাসব্যাপী লোকজ উৎসব-২০১৯ আয়োজনে মত বিনিময়


প্রকাশের সময় : জানুয়ারী ৬, ২০১৯, ১২:৪৭ AM / ৪৫
সোনারগাঁ জাদুঘরে মাসব্যাপী লোকজ উৎসব-২০১৯ আয়োজনে মত বিনিময়

সোনারগাঁ(নারায়নগঞ্জ) প্রতিনিধি : বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন সোনারগাঁ’এর মাসব্যাপী লোকজ উৎসব-২০১৯ উদযাপন উপলক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার(৫ জানুয়ারি) বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের লাইব্রেরী এ সভার আয়োজন করা হয়।

ফাউন্ডেশনের পরিচালক কবি রবীন্দ্র গোপ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহাজোট থেকে নির্বাচিত জাতীয় পার্টির সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে মত বিনিময়ে অংশ নেন সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়া, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা ও বিশিষ্ট শিক্ষানুরাগি আবুনাইম ইকবাল, অতিরিক্ত পুলিশ সুপার (খ) অঞ্চল মোঃ খোরশেদ আলম মিয়া, সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোরশেদ আলম, ওসি (তদন্ত) সেলিম মিয়া সহ বিভিন্ন রাজনৈতিক ব্যাক্তিবর্গ এবং বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও অন্যান্য সমাজকর্মীরা।

বৈঠকে আগামী ১৪ জানুয়ারি লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের মেলা সুষ্ঠুভাবে পালন করার জন্য বিভিন্ন কার্যকরি সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
(ঢাকারনিউজ২৪.কম/এসডিপি/১২:৫৩এএম/৬/১/২০১৮ইং)