• ঢাকা
  • রবিবার, ১৯ মে ২০২৪, ০৪:৫৭ পূর্বাহ্ন

‘সেলিম ওসমানকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত করা উচিৎ ছিল’


প্রকাশের সময় : ডিসেম্বর ২৯, ২০১৮, ১২:৪৩ PM / ৫৩
‘সেলিম ওসমানকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত করা উচিৎ ছিল’

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জ-৫ আসনের নির্বাচনী এলাকায় সরেজমিন পর্যবেক্ষণকালে সাধারণ জনতার সাথে মতবিনিময়ে এক সময় জনবিষ্ফোরণ ঘটে। উপস্থিত ভোটারদের সবার যেন একই কথা উন্নয়নের স্বার্থে সেলিম ওসমানের বিকল্প নেই। তারা বলেন, প্রয়াত সাংসদ নাসিম ওসমানের আসনে উপ-নির্বাচনে এমপি হয়ে সেলিম ওসমান যে সকল উন্নয়ন করেছেন। যেভাবে জনগনের চাওয়া পুরণ করেছেন তাতে আমরা নারায়ণগঞ্জ-৫ আসনের জনগন যদি পারতাম বিনা প্রতিদ্ধন্দ্বিতায় নির্বাচিত করতে তাহলে হয়তো কিছুটা হলেও ঋণ শোধ করা যেত। আমরা যেহেতু সেই মানসিকতা দেখাতে পারিনি, তাহলে আসুন সবাই মিলে ভোট দিয়ে তাঁকে লক্ষাধিক ভোটের ব্যবধানে বিজয়ী করে এলাকার উন্নয়নের ধারাকে অব্যাহত রাখি।

নেতৃত্বের জন্য নয়, রাজনীতির জন্যও নয়, সেলিম ওসমানকে ভোট দেবে মানুষ উন্নয়ের প্রয়োজনে। দল-মত নির্বিশেষে সবাই তাকে ভাবেন একজন অভিভাবক হিসেবে। তিনি শুধু জাতীয় পার্টির মনোনীত মহাজোটের প্রার্থী কিন্তু গত পাঁচ বছরে এলাকার উন্নয়নে বরাবরই প্রমান করেছেন তিনি সর্বদলীয় এমপি কোন একক দলের নয়। তাছাড়া সারা বাংলাদেশের মধ্যে হয়তো তিনিই একমাত্র এমপি যিনি সরকারি বরাদ্দের অপেক্ষায় কখনোই বসে থাকেন না। তিনি বিকেএমইএ এর প্রেসিডেন্ট তিনি চেম্বার অফ কমার্সের প্রধান এবং তিনি নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি। ফলে তিনি ডাকলে অনেক ব্যবসায়ী তাঁর ডাকে সারা দিয়ে যে কোন প্রয়োজনে এই আসনের জনগনের উন্নয়নে অর্থনৈতিক সামাজিক এবং রাজনৈকি কারনে সেলিম ওসমানের পাশে দাঁড়ান। এটা সেলিম ওসমানের জনপ্রিয়তা এবং যোগ্যতার ফসল। স্বাধীনতার পর এমন উদার উন্নয়ন পাগল এবং জনবান্ধব জনপ্রতিনিধি বাংলাদেশের কোন আসনে কেউ পেয়েছে বলে আমাদের জানা নেই। যে কারণে আমরা মনে করি তাঁর মত এমন জনদরদী জনপ্রতিনিধিকে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত করা উচিৎ ছিল। কারণ আমরা জনগন চাই আমাদের সমাজের এলাকার এবং অসহায় মানুষের উন্নয়ন। কে করলো, কোন দলের লোক তিনি, তা দেখা বা জানার কোন প্রয়োজন আছে বলে আমরা মনে করিনা। আর সেদিক থেকে এমপি সেলিম ওসমানের বিকল্প নাই। তিনি একাধারে একজন জনতার সেবক, দয়ালু, দানবীর এবং মনখোলা জনদরদী মানুষ। উপরোল্লখিত মন্তব্য সবই নারায়ণগঞ্জ-বন্দরের সাধারণ ভোটারদের।

 

(ঢাকারনিউজ২৪.কম/এসএমটি/এসডিপি/১২:৪৫পিএম/২৯/১২/২০১৮ইং)