• ঢাকা
  • রবিবার, ১৯ মে ২০২৪, ১১:০৭ অপরাহ্ন

সেই মা-ছেলেকে অভিনন্দন জানাতে আইসিটি প্রতিমন্ত্রীর ফোন


প্রকাশের সময় : মে ১০, ২০১৭, ৬:০৬ PM / ৩৪
সেই মা-ছেলেকে অভিনন্দন জানাতে আইসিটি প্রতিমন্ত্রীর ফোন

 

মোঃ মঞ্জুরুল আলম মাসুম, বাগাতিপাড়া (নাটোর) : নাটোরের বাগাতিপাড়ায় এক সঙ্গে এসএসসি পাসের সেই মা-ছেলেকে এবার ফোন করে অভিনন্দন জানালেন তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহম্মেদ পলক। বুধবার সকাল ৯ টা ৭ মিনিটে তিনি মোবাইল ফোনে মা মলি রাণীর সাথে কথা বলেন। নানা প্রতিকুলতার মধ্য দিয়ে বিশেষ করে বয়সের বাধাকে উপেক্ষা করে ছেলে মৃন্ময় কুমার কুন্ডুর সাথে পরীক্ষা দিয়ে সাফল্য অর্জন করায় মা মলি রাণী কুন্ডুকে শুভেচ্ছা জানান মন্ত্রী। এসময় তিনি মা ও ছেলেকে দুটি ল্যাপটপ উপহার দেওয়ার ঘোষনাও দেন। কথা বলতে গিয়ে মা মলি রাণী আবেগাপ্লুত হয়ে মন্ত্রী পলককে তার বাড়িতে আমন্ত্রণ জানালে মন্ত্রী তা গ্রহন করেন। এর আগে মলি রাণীর এসএসসি পাসের খবর বিভিন্ন গনমাধ্যমে প্রকাশ হলে গত ৬ এপ্রিল নাটোর-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট আবুল কালাম ও জেলা প্রশাসক শাহিনা খাতুন তাদের বাড়িতে গিয়ে অভিনন্দন জানান। সেসময় মলি রাণী’র উচ্চ শিক্ষা গ্রহনের দায়িত্ব নেয় জেলা প্রশাসন।
প্রসঙ্গত, ৩৫ বছর বয়সে ছেলের সঙ্গে কারিগরি শিক্ষাবোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ ৪ দশমিক ৫৪ পেয়ে পাস করেন মলি রাণী কুন্ডু এবং ছেলে মৃন্ময় কুমার কুন্ডু পান জিপিএ ৪ দশমিক ৪৩। মা মলি বাগাতিপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ড্রেস মেকিং এন্ড টেইলারিং ট্রেডের এবং ছেলে মৃন্ময় বাগাতিপাড়া মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের বিল্ডিং মেইনটেনেন্স ট্রেডের শিক্ষার্থী ছিলেন। নবম শ্রেণীতে পড়া অবস্থায় বাবা মলিকে বিয়ে দিয়ে দেন। এরপর আর পড়ালেখা করার সুযোগ হয়নি। সংসারের চাপে গৃহিনীই রয়ে যান। এরই মধ্যে দুটি সন্তানের জন্ম দেন। ছোট ছেলের নাম পাপন কুন্ডু। ছেলেদের পড়ালেখা করাতে গিয়ে তিনি অনুভব করেন তার নিজের পড়ালেখা জানা দরকার। সেই ভাবনা থেকেই স্কুলে ভর্তি হন। চলতি বছর মা ও ছেলে একই বইয়ে পড়া-লেখা করে বাগাতিপাড়া ডিগ্রী কলেজ কেন্দ্রে এসএসসি পরীক্ষা দিয়েছেন। মলি রাণী নঁওগা জেলার মান্দা উপজেলার প্রসাদপুরের অসিত কুন্ডু’র মেয়ে এবং বাগাতিপাড়ার গালিমপুরের মিষ্টি ব্যবসায়ী দেবব্রত কুমার কুন্ডু ওরফে মিন্টুর স্ত্রী।
(ঢাকারনিউজ২৪.কম/এসডিপি/৬:০৫পিএম/১০/৫/২০১৭ইং)