• ঢাকা
  • শুক্রবার, ১৭ মে ২০২৪, ১১:০৩ অপরাহ্ন

সুষ্ঠু নির্বাচন হলে জাতীয় পার্টি ক্ষমতায় যাবে : এরশাদ


প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৮, ২০১৮, ১১:৩৩ PM / ৭৪
সুষ্ঠু নির্বাচন হলে জাতীয় পার্টি ক্ষমতায় যাবে : এরশাদ

ঢাকারনিউজ২৪.কম, ঢাকা : সুষ্ঠু নির্বাচন হলে জাতীয় পার্টি (জাপা) মানুষের ভালোবাসায় রাষ্ট্রক্ষমতায় যাবে বলে মন্তব্য করেছেন দলটির চেয়ারম্যান এইচ এম এরশাদ।

১৮ সেপ্টেম্বর, মঙ্গলবার রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের এক্সপো জোনে জাপা আয়োজিত দুই দিনব্যাপী কর্মশালার উদ্বোধনকালে এরশাদ এ মন্তব্য করেন।

এরশাদ বলেন, ‘বিএনপি ক্ষমতায় গিয়ে ৫ হাজার ৮৮টি এবং আওয়ামী লীগ ৬ হাজার মামলা রাজনৈতিক বিবেচনায় প্রত্যাহার করেছে। কিন্তু আমার নামের মামলাগুলো এখনো আছে। কারণ জাতীয় পার্টিকে সবাই ভয় পায়। সাধারণ মানুষের মাঝে জাতীয় পার্টির শক্তিশালী অবস্থান আছে। আমি নিশ্চিত, সুষ্ঠু নির্বাচন হলে জাতীয় পার্টি মানুষের ভালোবাসায় রাষ্ট্রক্ষমতায় যাবে।’

জাপা আর কোনো দলের ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হবে না উল্লেখ করে নেতাকর্মীদের উদ্দেশে এরশাদ বলেন, ‘দলকে আরও সংগঠিত করতে হবে। প্রতিটি ভোটকেন্দ্রভিত্তিক কমিটি করতে হবে। শক্তি সঞ্চয় করতে হবে। কেউ ভোট ডাকাতি করতে চাইলে প্রতিহত করতে হবে।’

‘জাতীয় পার্টির ৯ বছরের শাসনামল না এলে বাংলাদেশ অন্ধকারে নিমজ্জিত থাকত; ব্রিটিশ বা পাকিস্তান আমলের অবস্থাতে থেকে যেত। আমরা উন্নয়ন করেছি, লুটপাট করিনি। আমাদের দেশ পরিচালনায় খুন, গুম, সন্ত্রাস ছিল না। আমরা মানুষ খুন করিনি, আমাদের হাতে রক্তের দাগ নেই। তাই দেশের মানুষ আমাদের ভালোবাসে, মানুষ আবারও জাতীয় পার্টির শাসনামল ফিরে পেতে চায়।’

আগামী নির্বাচন সামনে রেখে জাপা তথ্যপ্রযুক্তিনির্ভর প্রচারণায় সাধারণ মানুষের কাছে যাবে জানিয়ে এরশাদ বলেন, ‘নতুন ভোটারদের আকৃষ্ট করব। নির্বাচনে বিজয়ী হয়ে সাধারণ মানুষের ভাগ্যের পরিবর্তন করব, মানুষের মুখে হাসি ফোটাব।’

কর্মশালায় বিভিন্ন বিষয়ে অধিবেশন পরিচালনা করেন দলের চেয়ারম্যানের তথ্যপ্রযুক্তিবিষয়ক উপদেষ্টা শফিউল্লাহ আল মুনির, কো-চেয়ারম্যান জিএম কাদের, মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য, এলজিআরডি প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙা ও আজম খান। (ইউএনবি)

(ঢাকারনিউজ২৪.কম/আরএম/১১:৩৫পিএম/১৮/৯/২০১৮ইং)