• ঢাকা
  • মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ০৮:২২ অপরাহ্ন

সিলেটে নাট্যোৎসবে প্রদর্শিত হবে যেসব নাটক…


প্রকাশের সময় : মার্চ ১৯, ২০১৮, ৬:৩৯ PM / ৪০
সিলেটে নাট্যোৎসবে প্রদর্শিত হবে যেসব নাটক…

 
আরাফাত হোসেন, সিলেট : ‘ফাগুন দিনের ডাক, দুই বাংলার ঝড়ো সংলাপে আঁধার দূরে মিলাক’- এমন আহবানে সিলেটে আজ সোমবার পর্দা উঠছে দুই বাংলার নাটকের দলের অংশগ্রহণে নাট্যোৎসবের। উৎসব চলবে আগামী ২৫ মার্চ পর্যন্ত। নগরীর রিকাবীবাজারস্থ কবি নজরুল অডিটোরিয়ামে প্রতিদিন সন্ধ্যা ৭টায় শুরু হবে প্রদর্শনী।

উৎসবে ভারতের কলকাতার ৪টি এবং বাংলাদেশের ঢাকার ২টি ও সিলেটের ১টি নাট্যদল অংশ নেবে। বাংলাদেশের সংস্কৃতি মন্ত্রণালয়, সিলেট সিটি কর্পোরেশনের সহযোগিতা ও সিলেট সিক্সার্সের বিশেষ সহযোগিতায় আয়োজিত নাট্যোৎসবের প্রবেশপত্র প্রতিদিন সকাল থেকে হল কাউন্টারে পাওয়া যাবে।

,উৎসবে প্রদর্শিত হবে- ১৯ মার্চ, সোমবার অল্টারনেটিভ লিভিং থিয়েটার, কলকাতা- প্রযোজনা ‘লংমার্চ’ রচনা : প্রবীর গুহ, পরিচালনা ও সংগীত : শুভদীপ গুহ।

২০ মার্চ, মঙ্গলবার অল্টারনেটিভ লিভিং থিয়েটার, কলকাতা- প্রযোজনা ‘তিতাস একটি নদীর নাম’ (অদৈত মল­ বর্মণ এর উপন্যাস) নাট্যরূপ ও নির্দেশনা : প্রবীর গুহ, সংগীত : শুভদীপ গুহ।
২১ মার্চ, বুধবার ঢাকা থিয়েটার- প্রযোজনা ‘ধাবমান’ রচনা : সেলিম আল দীন, নির্দেশনা : শিমুল ইউসুফ।
২২ মার্চ, বৃহস্পতিবার দিগন্ত থিয়েটার, সিলেট- প্রযোজনা ‘প্যাজগী’ রচনা : জে.বি.পি মলিয়র, অনুবাদ : অপু আমান, নির্দেশনা : দিবাকর সরকার শেখর।

২৩ মার্চ, শুক্রবার কল্যানী নাট্য চর্চা কেন্দ্র, কলকাতা- প্রযোজনা ‘নূরল দীনের সারাজীবন’ রচনা : সৈয়দ শামসুল হক, সম্পাদনা ও নির্দেশনা : কিশোর সেনগুপ্ত।

২৪ মার্চ, শনিবার কল্যানী নাট্য চর্চা কেন্দ্র, কলকাতা-প্রযোজনা ‘ধ্রুবপুত্র’ (এক প্রেমসন্তপ্ত নগরীর মেঘবর্ষণের আখ্যান) উপন্যাস : অমর মিত্র, নাট্যরূপ ও নির্দেশনা : কিশোর সেনগুপ্ত।
২৫ মার্চ, রবিবার বটতলা, ঢাকা-প্রযোজনা ‘ক্রাচের কর্ণেল’ রচনা : শাহাদুজ্জামান, নাট্যরূপ : সামিনা লুৎফা নিত্রা ও সৌম্য সরকার, নির্দেশনা : মোহাম্মদ আলী হায়দার।

দুই বাংলার এই নাট্যোৎসব সফল করতে সিলেটের সকল নাট্যকর্মী ও সংস্কৃতিকর্মী, নাট্যামোদী দর্শক ও প্রশাসন সহ সিলেটের সাংবাদিকবৃন্দের সহযোগিতা কামনা করেছেন সম্মিলিত নাট্য পরিষদের সভাপতি মিশফাক আহমদ চৌধুরী মিশু ও সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত।

(ঢাকারনিউজ২৪.কম/এসডিপি/৬:৩৫পিএম/১৯/৩/২০১৮ইং)