• ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১২:৩৬ অপরাহ্ন

সিনিয়র যুগ্ম-মহাসচিব পদ থেকে পদত্যাগ করলেন জাপা’র এমপি খোকা


প্রকাশের সময় : মে ৯, ২০১৯, ৭:৫০ PM / ৫৬
সিনিয়র যুগ্ম-মহাসচিব পদ থেকে পদত্যাগ করলেন জাপা’র এমপি খোকা

নারায়ণগঞ্জ সংবাদদাতা : জাতীয় পার্টির সিনিয়র যুগ্ম-মহাসচিব, জাতীয় স্বেচ্ছাসেক পার্টির সভাপতি ও নারায়ণগঞ্জ- ৩ ( সোনারগাঁও) থেকে নির্বাচিত সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা পার্টির সিনিয়র যুগ্ম-মহাসচিব পদ থেকে পদত্যাগ করেছেন।

লিয়াকত হোসেন খোকা পদত্যাগের কথা স্বীকার করে বলেন, শীর্ষ নেতৃত্বের অযোগ্যতার প্রতিবাদে “জাতীয় পার্টির সিনিয়র যুগ্ম-মহাসচিব পদ থেকে পদত্যাগ করলাম।

পদত্যাগ প্রসঙ্গে তিনি বলেন, আমার পরিচয়, আমি পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ ও জাতীয় পার্টির একজন সাধারণ কর্মী। সাবেক সফল রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের অসুস্থতার সুযোগ নিয়ে সুযোগ সন্ধানী অযোগ্য নেতৃত্ব জাতীয় পার্টির সাধারণ কর্মীদের আবেগ নিয়ে ছিনিমিনি খেলে চলছেন। তবে তিনি পল্লীবন্ধু এরশাদের একজন সাধারণ কর্মী হিসেবে আজীবন জাতীয় পার্টির প্রাথমিক সদস্য পদে বহাল থাকবেন।

তিনি আরো বলেন, জাতীয় পার্টির জন্মলগ্ন থেকে আমি এ পার্টি করে আসছি। পার্টির বর্তমান নেতৃত্বের উপর আমার আস্থা সেই। পল্লীবন্ধু এরশাদকে অসুস্থ অবস্থায় একটি মহল পার্টির ভিতর যেভাবে প্রমোশন দিচ্ছে তা মেনে নেয়া যায় না।

(ঢাকারনিউজ২৪.কম/আরএম/৭:৫২পিএম/৯/৫/২০১৯ইং)