• ঢাকা
  • রবিবার, ১৯ মে ২০২৪, ১২:৫২ অপরাহ্ন

সালমান আবিরের ‘কোলাহল’


প্রকাশের সময় : মে ২৪, ২০১৯, ৪:২২ PM / ৫৮
সালমান আবিরের ‘কোলাহল’

________________________________
ব্যাস্ততার ভীরে আমি হারায়
কোলাহল তবু যেনো নির্জন প্রান্তর
যেখানে মিশে রয় অজস্র রঙের
পাখিদের নাচ আর মুগ্ধ গানের ছড়া,
আমি হারায় বার বার প্রতিবার

কুয়াশার অবছা অন্ধকারে দূরে দাড়িয়ে থাকা
তালপাতা আর হরেক কতো নামের বৃক্ষ সাড়ি
আবছা বাতাসে যেখানে ভাঁসতে থাকে
বৃক্ষরাজের রাঙা সাজের পাতাগুলি
আমি হারায় বার বার প্রতিবার

মুগ্ধ নয়নে দেখি দূর গগনে ঐ নক্ষত্র
আমি চেয়ে চেয়ে থাকি অপলোক আঁখি
মিটি মিটি জ্বলে কতো নামের তাঁরা বাতি
নির্বাগ দৃষ্টিতে চেয়ে চেয়ে থাকি
আমি হারায় বার বার প্রতিবার
কোলাহল যেখানে বাঁশপতা আর পাখিদের গানে।