• ঢাকা
  • রবিবার, ০২ Jun ২০২৪, ০৯:৫৬ পূর্বাহ্ন

সালমান আবিরের ‘অহিংসামন্ত্র’


প্রকাশের সময় : মার্চ ১৩, ২০১৯, ৩:৩৯ PM / ৩৭
সালমান আবিরের ‘অহিংসামন্ত্র’

__________________________________
এই রাত্রির নিশিত কালো অন্ধকার
কালরাত্রির ন্যায় স্তব্ধতা চারিধার
শিয়াল গুলা ডাকিছে হুক্কা হুয়া
ক্ষুধার্থ গর্ভসঞ্চার রক্তাক্ত প্রান্তর

রক্ত রক্ত চক্ষুস অগ্নি হুংকার
নিরব নিসৃত নিশিত চারিধার
অগ্নিস্বর ধ্বংস ধ্বংস বিধ্বংসী
নিশ্চুপ নিশিত রাত স্তব্ধচারিধার

হিংসা প্রতিহিংসা শত্রুত্ব পরিচয়
আরে মূর্খ বোকা গাঁধার দল
ক্ষুদ্র ভূবনে ভালোবাসা বিশালত্ব
নিভৃতে অন্তর প্রেমময় ছন্দতাল
জীবন বিনাশে রাখিবে স্মরন
অন্তরে গেঁথে ভূজিবে সে নাম

ওরে ব্যাটা মূর্খ হাবার দল
প্রেমো ছন্দে প্রনয় বিলিয়ে চল।